জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন। বুন্দেসলিগায় তার ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার আর নেই। ৭৫ বছর বয়সে চলে গেলেন ১৯৭৪ সালের বিশ্বকাপজয়ী এই জার্মান ফুটবলার।
বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সাবেক এই স্ট্রাইকার ২০১৫ সালে আলজেইমার (এটি মস্তিস্কের এমন এক রোগ যে কারণে কিছু মনে রাখতে পারে না রোগী) রোগে আক্রান্ত হন। এরপর বিশেষায়িত কেয়ার হোমে বসবাস করছিলেন তিনি। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ অফিসিয়াল বার্তায় জানিয়েছে, রোববার সকালে মারা গেছেন মুলার। মৃত্যুকালে স্ত্রী ও কন্যাকে রেখে গেছেন তিনি।
১৯৪৫ সালের ৩ নভেম্বর পশ্চিম জার্মানিতে জন্ম মুলারের। দেশের হয়ে ৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নামের পাশে যোগ করেন ৬৮ গোল। ৭৪টি ইউরোপিয়ান ম্যাচে ৬৬ গোল আর ৪২৭টি বুন্দেসলিগা ম্যাচে ৩৬৫ গোলের কীর্তি গড়েন সাবেক এই স্ট্রাইকার। ১৯৭৪ বিশ্বকাপের সর্বােচ্চ গোলদাতা ছিলেন ‘দা গ্রেটেস্ট গোলস্কোরার’ হিসেবে পরিচিত এই মহাতারকা।
১৯৭২ সালে এক মৌসুমে ৮৫টি গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন মুলার। সেই রেকর্ডটি অক্ষত ছিল ৪০ বছর। যা ২০১২ সালে ভেঙে দেন লিওনেল মেসি। দুটি বিশ্বকাপ খেলে ১৪টি গোল করেন তিনি। তার বিশ্বকাপ গোলের রেকর্ড অক্ষত ছিল দীর্ঘ ৩২ বছর। ২০০৬ বিশ্বকাপে তাকে ছাড়িয়ে যান রোনালদো।
গার্ড মুলারের চলে যাওয়ার দিনটিকে বায়ার্নের কালো দিন হিসেবে অভিহিত করেছে। বায়ার্ন সভাপতি হেরবের্ট হাইনার বলেন, ‘আজ বায়ার্ন ও এই ক্লাবের সমর্থকদের জন্য শোকের দিন, কালো দিন। গার্ড মুলার ইতিহাসে সেরা স্ট্রাইকার। দারুণ একজন মানুষ, বিশ্ব ফুটবলের এক অসাধারণ ব্যক্তিত্ব।’
আরো পড়তে পারেন