শ্যাডো নিউজঃ জনপ্রিয় সার্চ জায়ান্ট গুগল ব্যবহারকারীদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত সব আকর্ষনীয় ও সুবিধাজনক ফিচার নিয়ে হাজির হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের ৪২টি ভাষায় এখন থেকে ওয়েব পেজ পড়ে শোনাতে পারবে এমন একটি সুবিধাজনক ও চমকপ্রদ ফিচার নিয়ে হাজির হলো গুগল অ্যাসিষ্ট্যান্ট । যাদের ছোট অক্ষরের লেখা পড়তে কষ্ট হয় অথবা ব্যবহারকারী যখন কোন কাজে ব্যস্ত তখন গুগল অ্যাসিষ্ট্যান্টকে কমান্ড দিয়ে ব্যবহারকারী প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারবেন। আর এজন্যই ফিচারটি চালু করা হয়েছে।
মার্কিন সার্চ জায়ান্ট গুগল গত বছেরর জানুয়ারিতে সি-এইচ এ আকর্ষনীয় ফিচারটির ডেমো দেখিয়েছিলো। আর কনজিউমার ইলেকট্রনিকস এবছরের শুরুতেই গুগল অ্যাসিষ্ট্যান্টের এই ফিচারটি নিয়ে শোকেস করেছিলো। এবং গত বুধবার ফিচারটি বিশ্বব্যাপি সকল অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য উম্মুক্ত করা হয়েছে!
এক বিবৃতিতে গুগল কতৃপক্ষ জানিয়েছে, এই ফিচারটি ৪২টি ভাষায় সাপোর্ট করবে। অর্থাৎ ওয়েব পেজ ৪২ টি ভাষায় অনুদিত হবে এবং সেই ভাষা পড়ে শোনাবে।
ফিচারটিতে কি কি থাকছে?
চমকপ্রদ ফিচারটি রিডিং বা প্রবন্ধ পড়ে শোনানোর সাথে ওয়েব পেজ পড়ে শোনাতে পারবে। ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে ‘হেই গুগল, রিড ইট’ বা ‘হেই গুগল, রিড দিস পেজ’ কমান্ড দিতে হবে। ফিচারটি অন থাকা অবস্থায় ফোনের স্কিনে থাকা যে আর্টিকেলটি পড়া হচ্ছে সেই অংশটি হাইটলাইট হতে থাকবে যাতে ইউজার এটি অনুসরণ করতে পারে। এছাড়াও ব্যবহারকারী ইচ্ছা করলে রিডিং স্পিড সিলেক্ট করে নিতে পারবেন!
যে ভাষাগুলোর জন্য ফিচারটি আনা হয়েছেঃ
ইংরেজী, আরবি, চীনা, ডাচ, ফ্রান্স, জার্মান, ইন্দোনেশিয়ান, ইটালিয়ান, কোরিয়ান, পর্তুগিজ, রাশিয়া, স্প্যানিশ, সুইডিশ, থাই, তুর্কি ইত্যাদি।
উপমহাদেশের ভাষাগুলোর মধ্যে রয়েছে, বাংলা, গুজরাটি, হিন্দি, মালায়লাম, মারাঠি, কানাডা, নেপালি, সিংহলি, তামিল, তেলেগু এবং উর্দু।
উল্লেখ্য, গুগল অ্যাসিষ্ট্যান্ট ২০১৬ সালের মে মাসের শেষের দিকে তার যাত্রা শুরু করেছিলো। এবং এই আকর্ষনীয় ফিচারটি কেবল অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্যই আনা হয়েছে।