শ্যাডো নিউজঃ জনপ্রিয় সার্চ জায়ান্ট গুগল তাদের ভিডিও কলিং অ্যাপ গুগল ডুয়ো অ্যাপটি আপডেট করেছে। ফলে এখন থেকে গ্রুপ কলে একসাথে ১২জন কথা বলতে পারবে।
শুক্রবার গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের জ্যেষ্ঠ পরিচালক সানাজ আহারি লেমেলসন এক টুইটে বলেছেন, “আমরা কৃতজ্ঞ যে ডুয়োতে এখন আমরা আরও বেশি প্রিয়জনকে যুক্ত করতে পারছি। এখনকার সময়ে গ্রুপ কলের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। গ্রুপ কলের ফিচারটিতে এখন একসঙ্গে আটজনের বদলে ১২ জন একসঙ্গে ব্যবহার করতে পারছেন।” তিনি বলেন, “গুগল ডুয়ো অ্যাপে আরও পরিবর্তন আনতে কাজ করছে গুগল।”

এর আগে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ রাকুটেন ভাইবার তাদের গ্রুপ কলের সংখ্যাকে দ্বিগুণ করেছিল। সে হিসেবে এখন থেকে একসাথে ২০ জন ইউজার গ্রুপ কলে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন!
এছাড়াও ভিডিও কলের ক্ষেত্রে অ্যাপলে ফেসটাইম ব্যবহারকারীরা একসাথে ৩২ জন , স্কাইপে একসাথে ৫০ জন, মেসেঞ্জারে ভিডিও কলের ক্ষেত্রে একসাথে ৬ জন ও অডিও কলের ক্ষেত্রে একসাথে ৫০ জন কথা বলার সুযোগ রয়েছে এবং বিনা মূল্যে জুম ব্যবহার করতে পারেন একসাথে ১০০ জন!
করোনাভাইরাসের কারণে এখন অনেকেই ঘরে বসে সময় কাটাচ্ছেন। গুগলের ডুয়োসহ ভিডিও কলিং অ্যাপগুলোর মাধ্যমে সবাই অন্তত তাদের স্বজনদের সাথে বার্তা আদান-প্রদান করতে পারবে। পাশাপাশি এটা বেশ সুবিধাজনক হবে।
গুগল ডুয়ো হলো,অ্যানড্রয়েড এবং আইওস সিস্টেমর মাধ্যমে একটি ভিডিও চ্যাট অ্যাপলিকেশন। অ্যাপটি ২০১৬ সালের মে মাসে গুগলের ডেভেলপার সম্মেলনে লঞ্চ হয়েছিল। এবং ২০১৬ সালের আগষ্টে সারা বিশ্বের জন্য উম্মুক্ত করা হয়।
২০১৭ সালের মার্চে অ্যাপটিতে অডিও কলের ফিচার অ্যাড করা হয়েছে এবং ২০১৯ সালের মে মাসে অ্যাপটির ভিডিও কলের মাধ্যমে একসাথে ৮জন কথা বলার সুবিধাটি আনা হয়েছিল।
প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে ট্যাপ করুন Google Duo