শ্যাডো নিউজঃ জনপ্রিয় সার্চ জায়ান্ট গুগলের ফাইল হোস্টিং সেবা গুগল ড্রাইভ শর্টকার্ট ফিচারটি অ্যাড করেছে। ফলে ব্যবহারকারীদের সহজে ফাইল সাজিয়ে রাখা এবং একাধিক ফোল্ডার থেকে নির্ধারিত ফাইলটি খুজে পেতে সহায়তা করবে এই ফিচারটি।
এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী একটি নির্দিষ্ট ফাইলের জন্য একটি শর্টকার্ট তৈরি করতে পারবেন। পরে ফাইলটি তার সহযোগীদের কাছে খুব সহজেই শেয়ার করতে পারবেন। তবে যাদের ড্রাইভে অ্যাক্সেসটি রয়েছে কেবল তারাই ফাইলটি ওপেন করতে পারবেন। আর যাদের ড্রাইভে অ্যাক্সেসটি নেই তারা শুধু শর্টকার্টটি দেখতে পারবেন।

অবশ্য কয়েক মাস আগে বেটা ভার্শনটি আনার পর শর্টকার্ট ফিচারটি অ্যাড করেছিল। ৩০শে সেপ্টেম্বর থেকে সব ফাইলগুলো এক জায়গায় থাকবে। যেকারণে ইউজাররা একাধিক ফোল্ডারে ফাইল রাখতে পারবেন না। এবং যে যে ফাইলগুলো আলাদা ফোল্ডারে আছে সেগুলোর শর্টকার্ট তৈরি হবে। এছাড়াও টেক জায়ান্ট গুগল তাদের তাদের ‘অ্যাড টু মাই ড্রাইভ অপশনটির পরিবর্তে শর্টকাট টু ড্রাইভ যুক্ত করবে।
Google Drive গুগলের ফাইল স্টোরেজ ও সিনক্রোনাইজেশন সেবা। ২০১২ সালের ২৪ এপ্রিল গুগল ড্রাইভ তার যাত্রা শুরু করে। এটি ব্যবহারকারীকে সার্ভারে ফাইল সংরক্ষণ, একাধিক ফাইল সিনক্রোনাইজেশন ও ফাইল আলাদা করে রাখার সুবিধা প্রদান করে।
ওয়েবসাইটের সাথে ড্রাইভের অফলাইন সুবিধার অ্যাপ্লিকেশনও রয়েছে। গুগল ডক, শিট, ও স্লাইডে তৈরিকৃত ও সম্পাদিত ফাইল ড্রাইভে সংরক্ষিত করে রাখা হয়।
ড্রাইভ ব্যবহারকারীদের ১৫ গিগাবাইট পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। আপলোড করা ফাইলগুলো আকারে ৫ টেরাবাইট পর্যন্ত হতে পারে! ব্যবহারকারীরা পৃথক ফাইল এবং ফোল্ডারগুলির জন্য গোপনীয় সেটিংস পরিবর্তন করতে পারে।