যাত্রাকাল থেকেই অর্থাৎ পাঁচ বছর ধরে গুগলের সাধারণ একাউন্টের মতো গুগল ফটোজ এর আনলিমিটেড ফ্রি ফটো ব্যাকআপ সেবাটিও বিনামূল্যে দেওয়া হতো। তবে ২০২১ সালের ১ জুন থেকে ‘হাই কোয়ালিটি’ ছবি এবং ভিডিও আপলোড করলে সেটি ব্যবহারকারীর নির্ধারিত ১৫ জিবি স্টোরেজ থেকে কর্তন হবে। এছাড়া কমপক্ষে দুই বছর ধরে লগ ইন করা হয়নি এমন নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি থেকে ডেটা মুছে ফেলার নতুন নীতিও প্রবর্তন করছে গুগল।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ফটোজে ২০২১ সালের ১ জুনের আগে বিনামূল্যে যত ইচ্ছা ছবি ব্যাকআপ রাখা যাবে। এই সময়ের আগে ইউজারা অন্যত্র ছবি সরিয়ে নেয়ারও সুযোগ পাবেন। কেবলমাত্র ১ জুনের পরে আপলোড করা ছবি স্টোরেজ ক্যাপের বিপরীতে হিসাব শুরু করবে গুগল। এসময় থেকে হাই কোয়ালিটি সব ছবি ও ভিডিও ব্যাকআপ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই ধরা হবে। এর বাইরে ছবি ও ভিডিও ব্যাকআপ রাখতে আলাদা স্টোরেজ বা জায়গা কিনতে হবে।
যদিও “গুগল ওয়ান” সেবার মূল্য পরিবর্তন হচ্ছে না। এজন্য প্রতি মাসে মাত্র ১.৯৯ ডলারে ১০০ গিগাবাইট স্টোরেজ ব্যবহার করা যাবে। তাছাড়া ২০০ জিবি স্টোরেজের জন্য ২.৯৯ ডলার/ মাস, ২ টেরাবাইট স্টোরেজের জন্য ৯.৯৯ ডলার/মাস এবং প্রতি মাসে ১৪৯.৯ ডলারে ৩০ টেরাবাইট স্টোরেজ ব্যবহার করা যাবে।
গুগল এ বিষয়ে ইতিমধ্যে ব্যবহারকারীদের কাছে ইমেইল পাঠানো শুরু করেছে। গুগলের ইমেইলে বলা হয়েছে, ২০২১ সালের ১ জুন থেকে উচ্চমান সম্পন্ন সব ছবি ও ভিডিও ব্যাকআপ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই ধরা হবে। এই ১৫ জিবি জায়গা গুগলের অ্যাকাউন্ট খোলার সময় বিনা মূল্যে দেওয়া হয়। এর বাইরে কেউ গুগলের কাছ থেকে স্টোরেজ বা জায়গা কিনলে সেখানে ভিডিও বা ছবি জমা থাকবে। গুগল ড্রাইভ ও জিমেইলের তথ্য এভাবেই হিসাব করা হয়। এখন থেকে গুগল ফটোজও এ হিসাবের মধ্যে পড়বে।
গুগল গুগল ফটোতে নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট টুলস যুক্ত করছে। নতুন টুলটি ইউজারদের প্রয়োজন অনুযায়ী ছবি খুঁজতে এবং ডিলিট (ঝাপসা ছবি বা স্ক্রিনশট) করতে সহজ করে তুলবে।
উল্লেখ্য, ২০১৫ সালের মে মাসে গুগল ফটোজের ঘোষণা দেয়া হয়, গুগল+ থেকে গুগল ফটোজ সেবার উদ্ভব হয়। এই পরিসেবাটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডিভাইসের ছবিগুলি বিশ্লেষণ করে বিভিন্ন দৃশ্যগত বৈশিষ্ট্য এবং বিষয় সনাক্ত করতে পারে। ব্যবহারকারী গুগল ফটোজে মানুষ, স্থান ইত্যাদি সার্চ করতে পারে।
২০১৯ সালে গুগল ফটোজ ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে পৌঁছে। গুগল ফটোজে এ পর্যন্ত ফটোজে ৪ ট্রিলিয়নেরও বেশি ছবি রাখা করা হয়েছে এবং প্রতি সপ্তাহে ২৮ বিলিয়ন নতুন ছবি এবং ভিডিও আপলোড করা হয়। এটি এমন একটি পরিষেবা ছিল যেখানে ব্যবহারকারীদের কি পরিমাণ স্টোরেজ রয়েছে তা নিয়ে ব্যবহারকারীদের চিন্তা করতে হতো না।
প্রসঙ্গত, গুগল বলছে, আপনি যদি দুই বছরে গুগলের সার্ভিসগুলোর এক বা একাধিক পরিষেবাতে নিষ্ক্রিয় থাকেন তবে গুগল সেই কনটেন্টের ডেটা মুছে দিতে পারে। একইভাবে, আপনি যদি দুই বছরের জন্য আপনার স্টোরেজ লিমিট অতিক্রম করে থাকেন তবে গুগল জিমেইল, ড্রাইভ এবং ফটোজের আপনার কনটেন্ট মুছতে পারে। তবে ব্যবহারকারীদের কনটেন্ট সরানোর আগে একাধিকবার জানাবে গুগল।
একাউন্ট সচল রাখার উপায়
গুগল জানিয়েছে, আপনার অ্যাকাউন্টকে সচল রাখার সহজ উপায় হলো একাউন্ট সাইন রাখা এবং ইন্টারনেটে সংযুক্ত থাকা অবস্থায় ওয়েব বা মোবাইলের জিমেইল, ড্রাইভ বা ফটোগুলি দেখা।
আরো পড়ুনঃ
আপনার মতামত দিন