২০ টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিলেকশন রেজাল্ট প্রকাশিত হবে আগামী ২৫ আগস্ট দুপুর ১২ টায়। তবে গুচ্ছ জিএসটি সিলেকশন রেজাল্ট জানার উপায় সম্পর্কে এখনো কিছু জানায় নি কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গুচ্ছ জিএসটি সিলেকশন রেজাল্ট প্রকাশের তারিখের তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
প্রাথমিক আবেদনের ফলাফল আগামী ২৫/০৮/২০২১ তারিখ দুপুর ১২টায় প্রকাশিত হবে

গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষা মানবন্টন
মানবিক ইউনিট
- বাংলা = ৪০ নম্বর
- ইংরেজী = ৩৫ নম্বর
- আইসিটি = ২৫ নম্বর
- মোট = ১০০ নম্বর
ব্যবসায় শিক্ষা ইউনিট
- অ্যাকাউন্টিং = ২৫নম্বর
- ম্যানেজমেন্ট = ২৫নম্বর
- বাংলা = ১৩নম্বর
- ইংরেজী = ১২নম্বর
- আইসিটি = ২৫নম্বর
- মোট = ১০০ নম্বর
গুচ্ছ ভর্তি পরীক্ষার শেষ সময়ে নিয়মিত এক্সাম দিয়ে ভর্তি প্রস্তুতিকে চাঙ্গা রাখতে Admission Assistant অ্যাপে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা,মানবিক ইউনিটের জন্য শুরু হয়েছে “গুচ্ছ ভর্তি পরীক্ষার এক্সাম ব্যাচ Next Publicians” কোর্সটি।
এক্সাম ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে Admission Assistant এর ফেইসবুক পেইজে মেসেজ দিতে
বিজ্ঞান ইউনিট
- পদার্থবিজ্ঞান = ২০ নম্বর
- রসায়ন = ২০ নম্বর
- বাংলা = ১০ নম্বর
- ইংরেজি = ১০ নম্বর
- জীববিজ্ঞান-গণিত এবং আইসিটি * = ৪০নম্বর
- মোট = ১০০ নম্বর
*আইসিটি, গণিত ও জীববিজ্ঞান এই তিনটি বিষয় হতে যেকোন দুটি বিষয় উত্তর করতে হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ১ লক্ষ ৫০ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা থাকলেও এবং বিভাগ পরিবর্তন ইউনিট না থাকলেও দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় এই পরীক্ষায় অংশ নেওয়ায় ভর্তিচ্ছুদের প্রধান আকর্ষণ এই গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষা। গুচ্ছ জিএসটি তে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে সব বিভাগের ইউনিট মিলিয়ে প্রায় ২৩ হাজার আসন রয়েছে।
আরো দেখুন,
প্লে-স্টোরে ১ লাখের বেশি ডাউনলোড অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপ
গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন পড়েছে ৩ লক্ষাধিক
ডেন্টাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১০ সেপ্টেম্বর
শতভাগ উপস্থিতিতে ঢাবিতে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত