মেসিবিহীন বার্সায় আন্তোয়ান গ্রীজম্যান এর জোড়া গোলে স্বাগতিক ইবিজা ইউনাইটেড কে ১-২ গোলে হারিয়ে কোপা ডেল রে তে শুভ সূচনা করলো ফুটবল ক্লাব বার্সেলোনা। দলের হয়ে এসিস্ট দুটি করেছেন ফ্রাঙ্কি ডি-জং এবং জর্ডি আলবা।
বার্সেলোনার নতুন কোচ সেতিয়েনের বার্সেলোনার হয়ে আজ দ্বিতীয় ম্যাচে (কোপা ডেল রে) বার্সা মুখোমুখি হয় স্বাগতিক ইবিজা ইউনাইটেডের। দলে ছিলোনা মেসি-সুয়ারেজ সহ প্রধান একাদশের অনেকেই।
ম্যাচের শুরুতেই ৯ম মিনিটে পেরেজের গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিক ইবিজা। যার ফলে বেশ চাপে পড়ে যায় ফুটবল ক্লাব বার্সেলোনা। প্রথমার্ধ খুবই বাজে খেলেই কাটায় বার্সা, ১টি শট ও করতে পারেনি তারা।
আন্তোয়ান গ্রীজম্যান
তারপর দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে কার্লেস পেরেজকে সাবস্টিটিউট করে জর্ডি আলবা ও ৭১ মিনিটে পুইগকে সাবস্টিটিউট করে আর্থুরকে নামানো হয়।৭২ মিনিটে ডি জং এর এসিস্টে গ্রীজম্যান ১-১ এ সমতা এনে দেয় বার্সেলোনাকে। ৮১ মিনিটে আরেকটি সাবস্টিটিউট হয় রাকিটিচের এবং ভিদালকে নামানো হয়। তারপর ৯৪তম মিনিটে জর্ডি আলবার এসিস্টে গ্রীজম্যান দ্বিতীয় গোল করে বার্সাকে ১-২ গোলে জয় এনে দেয়।
ইবিজা : জার্মান; লোপেজ, গোনজালো, মারিয়ানো, ফ্রান গ্রিমা; পেরেজ, নুনেজ, লারা (সিবো); কাবালে, রোডাডো (মেন্ডোজা), রাই।
গোল : (পেরেজ ৯’)
বার্সেলোনা : নেতো; সেমেডো, লেংলেট, ফিরপো; রবার্টো, ডি জং, রিকি পুইগ (আর্থুর), রাকিটিচ (ভিদাল), পেরেজ (জর্ডি আলবা), গ্রীজম্যান, আনসু ফাতি।
গোল : (গ্রীজম্যান ৭২’, ৯৪’)