চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের স্থগিত ও অনলাইনে নেয়া ক্লাসের পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শতভাগ টিকা নিশ্চিতের পর হল খুলে দেওয়া হবে।
আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা নেওয়া শুরু করতে পারবে। পাশাপাশি অনলাইনে পরীক্ষা নিতে অরডিন্যান্স প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির সদস্য সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত ও অনলাইনে নেয়া ক্লাসের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ আগস্ট থেকে সশরীরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার রুটিনের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর সমন্বয় করবেন। তবে শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় না আনা পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, করোনা মহামারি যদি দীর্ঘায়িত হয় তাহলে পরীক্ষা অনলাইনে কীভাবে নেয়া যায় সেজন্য বিভাগগুলোকে একাডেমিক কমিটির সভা করে সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। পরে ডিনবৃন্দরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা এ কমিটির নিকট প্রেরণ করবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বিভাগ ও পালি বিভাগের পরীক্ষার তারিখ ও সময়ঃ
বাংলা বিভাগ
চবি বাংলা বিভাগের ২০১৯ সালের স্থগিতকৃত ৪র্থ বর্ষ বি.এ. (সম্মান) মৌখিক পরীক্ষা আগামী ১৭ ও ১৮ আগস্ট ২০২১ সকাল ১০.৩০ টা থেকে শুরু হবে।
পালি বিভাগ
চবি পালি বিভাগের এম.এ. শেষ পর্ব ২০১৯ এর স্থগিতকৃত কোর্স নং-৩০৩, ৩০৪ ও ৩০৫ এর পরীক্ষা যথাক্রমে আগামী ১৬, ২২ ও ২৬ আগস্ট ২০২১ তারিখ প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে।