২০২০-২০২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের নতুন সময়সূচি ঘোষণা করে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী চবি ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৭ অক্টোবর এছাড়াও প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আগামী ১২ অক্টোবর থেকে।
সোমবার (৯ আগস্ট) চবি ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
চবি ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি
- A ইউনিট ১ ও ২ অক্টোবর
- B ইউনিট ২৭ ও ২৮ অক্টোবর
- C ইউনিট ২৯ অক্টোবর
- D ইউনিট ৩০ ও ৩১ অক্টোবর
- B1 ইউনিট ৫ নভেম্বর
- D1 ইউনিট ৫ নভেম্বর
প্রসঙ্গত, এর আগে গত ১৪ জুলাই চবি ভর্তি পরীক্ষার নতুন তারিখ জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। আজ তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে।
ঘরে বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি গুছিয়ে নিতে Admission Assistant অ্যাপ মানিব্যাক গ্যারান্টি সহ চালু করেছে The 100 Publicians কোর্সটি। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে Admission Assistant এর ফেইসবুক পেইজে মেসেজ দিতে
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ১৯২ টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।
প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা
- এ ইউনিট-১৭ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত
- বি ইউনিট-১২ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত
- সি ইউনিট-১৪ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত
- ডি ইউনিট-১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত
- উপ-ইউনিট বি১-২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত
- উপ-ইউনিট ডি১-২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত
চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এর মধ্যে ২১০০ একরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যের আধার। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ৬২ টি বিভাগে ৪১৯২ জন শিক্ষার্থী ভর্তি হয়ে পড়ার সুযোগ রয়েছে।
আরো পড়ুন,
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,
বিইউপি ভর্তি পরীক্ষা-প্রবেশপত্র ডাউনলোডের তারিখ প্রকাশিত।
শ্যাডো নিউজ