করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আবারও পিছিয়েছে। এবার চবি ভর্তি পরীক্ষা পেছালো ২ মাস। আগামী ২৭ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিবর্তীত সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা গুলো আগামী ২৭ অক্টোবর থেকে নেওয়া শুরু হবে।
আজ বুধবার (১৪ জুলাই) রাতে এই তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
ঘরে বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি গুছিয়ে নিতে Admission Assistant অ্যাপ মানিব্যাক গ্যারান্টি সহ চালু করেছে The 100 Publicians কোর্সটি। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে Admission Assistant এর ফেইসবুক পেইজে মেসেজ দিতে ক্লিক করুন।
চবি ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি
- A ইউনিট ১ ও ২ নভেম্বর
- B ইউনিট ২৭ ও ২৮ অক্টোবর
- C ইউনিট ২৯ অক্টোবর
- D ইউনিট ৩০ ও ৩১ অক্টোবর
- B1 ইউনিট ৫ নভেম্বর
- D1 ইউনিট ৫ নভেম্বর
প্রসঙ্গত, এর আগে ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও গত ২৩ মে করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা দুই মাস পেছানোর সিদ্ধান্ত নিয়ে নতুন তারিখ ২৭ আগস্টে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো চবি ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনা কমিটি। এরপর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ আবারও চবি ভর্তি পরীক্ষা পেছালো ।
ভর্তি পরীক্ষার মানবন্টন
এ ইউনিট:
- বাংলা ১০
- ইংরেজি ১৫
- গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এই চারটির যেকোনো তিনটি – (২৫*৩)=৭৫
বি ইউনিট:
- বাংলা-৩৫
- ইংরেজি-৩৫
- সাধারণ জ্ঞান-৩০
বি1 ইউনিট:
- বাংলা-৩৫
- ইংরেজি-৩৫
- সাধারণ জ্ঞান-৩০
সি ইউনিট:
- ইংরেজি-৩০
- হিসাব বিজ্ঞান-৩৫
- ব্যবসায় নীতি ও প্রয়োগ-৩৫
ডি ইউনিটঃ
- বাংলা-৩০
- ইংরেজি-৩০
- বিশ্লেষণী দক্ষতা-২০
- সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি-২০
ডি1 ইউনিট:
- বাংলা-৩৫
- ইংরেজি-৩০
- সাধারণ জ্ঞান-৩৫
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ১৯২ টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।
চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এর মধ্যে ২১০০ একরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যের আধার। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ৬২ টি বিভাগে ৪১৯২ জন শিক্ষার্থী ভর্তি হয়ে পড়ার সুযোগ রয়েছে।
আরো দেখুন,
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ,
এবার পেছালো প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটও।
শ্যাডো নিউজ