
চীনের ইউহান হতে আটকে থাকা ৩৬১ জনকে আনতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি- ৭০০১ মাত্র রওনা হলো।
করোনা ভাইরাসের ডেঞ্জার জোন হিসাবে পরিচিত ইউহান শহরে আটকে পড়েছিলেন প্রায় ৩৬১ জন চিনে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থী।
চীনের ইউহান শহরে জরুরী অবস্থার জন্য গণপরিবহণ ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরে আসতে পারছিলেন না চীনে আটকে পড়া শিক্ষার্থীরা। তবে অনেক জল্পনা কল্পনার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক জরুরী আদেশে আটকে পড়া বাংলাদেশী শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে নিজেদের জীবনের ঝুকি নিয়ে চীনে যাচ্ছেন DGHS এর ৩৩ তম বিসিএস এর কর্মকর্তা ডা. মাহবুব এবং DGMS এর মেজর ডা. মিনহাজ, মেজর ডা. ফাতেহা।
আজ সন্ধ্যায় বাংলাদেশ সরকারের জরুরি আদেশের প্রেক্ষিতে চীনের ইউহান হতে আটকে থাকা ৩৬১ জনকে আনতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি- ৭০০১ করে মাত্র রওনা হলেন তাঁরা।