চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, চুয়েট দক্ষিণ-পূর্বাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম শিল্পপ্রধান এলাকা। মীরেরসরাই ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল এবং ঐতিহ্যবাহী চট্টগ্রাম বন্দর এ অঞ্চলে অবস্থানের কারণে প্রতিনিয়ত প্রকৌশলীদের চাহিদা রয়েছে। যেখানে চুয়েটের প্রকৌশলীরা অগ্রাধিকার পেয়ে থাকেন। এটা চুয়েটের নবীন প্রকৌশলীদের জন্য একটা চমৎকার সুযোগ ও সম্ভাবনা।
তিনি শিক্ষার্থীদের বলেন, তোমাদের পড়াশোনার প্রতি আন্তরিক ও মনযোগী হতে হবে। তারুণ্যের সময়কে ভালোভাবে কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, এছাড়া বর্তমান সরকার প্রদত্ত ৩২০ কোটি এবং ৯০ কোটি টাকার পৃথক দুটি ডিপিপি’র আওতায় চুয়েটে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এরমধ্যে ১০০ কোটি টাকার অত্যাধুনিক ও বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন ও যন্ত্রপাতি সংযোজনের কাজ চলছে। চুয়েটের বর্তমান দৃশ্যমান উন্নয়নের ধারা নবাগত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান এবং যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।