শ্যাডো নিউজঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে সার্টিফিকেট ও প্রথম তিনজনকে ক্রেস্ট প্রদান করা হবে।
দিনব্যাপী চলা এ আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল, দফতর সম্পাদক শিরিন ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল ও শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।
প্রতিযোগিতা মোট দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতাটি নির্ধারিত ছিল যেখানে প্রত্যেক প্রতিযোগীর এই কবিতাটি আবৃত্তির পর বিচারকদের বিচারে ২৫ জন নির্ধারিত হয় দ্বিতীয় পর্বের জন্য। দ্বিতীয় পর্বে ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’ নির্ধারিত কবিতার পাশাপাশি একটি স্বনির্বাচিত কবিতা আবৃত্তি করেন।
দ্বিতীয় পর্বে প্রত্যেক প্রতিযোগীর দুটি করে কবিতা পরিবেশনের পর বিচারকদের বিচারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ মোট ১০ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম তিনজন পাবেন ক্রেস্ট এবং সার্টিফিকেটসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আয়োজিত দুই মাসব্যপী ১৭তম কর্মশালা করার সুযোগ। এছাড়াও বাকি সাতজন পাবেন সার্টিফিকেট।
শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন বলেন, এ রকম অনুষ্ঠান আবৃত্তি সংসদের উজ্জ্বলতার অংশ, সকল শিক্ষার্থীর মাঝে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠান সম্পর্কে ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণভাবে সকল শিক্ষার্থীর মাঝে আবৃত্তির গুরুত্ব অনুধাবনের সুযোগ করে দেয়ার জন্যে ছোট পরিসরে হলেও এই আয়োজনের গুরুত্ব অনেক। আমরা প্রতি বছরই এ রকম অনুষ্ঠানের আয়োজন করব।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অরুন্ধতী দত্ত। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ইসলামিক স্টাডিজ বিভাগের মোসাররাত রাহিম ও নৃবিজ্ঞান বিভাগের অমৃতা বিশ্বাস।