ভর্তি বিজ্ঞপ্তি
স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০
ইউনিট-১ (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ)
এতদ্বারা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় (ইউনিট-১ বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ) অংশগ্রহণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১তম তালিকা থেকে ভর্তির পর বিদ্যমান শুণ্য আসনসমূহ পূরণের লক্ষ্যে ১২তম ভর্তির তালিকা প্রণয়নের জন্য একটি সাক্ষাৎকার আহবান করা হচ্ছে। মেধাক্রম অনুযায়ী ৭২৬৪ হতে ১০০০০ পর্যন্ত আসন শুণ্য থাকা সাপেক্ষে ১২তম তালিকায় ভর্তির জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকল মূল সনদ ও গ্রেডশীটসহ আগামী ২৬/০১/২০২০ইং তারিখ সকাল ৯:০০ টা থেকে ১২:০০ টার মধ্যে স্বশরীরে নিন্ম স্বাক্ষরকারীর দপ্তরে উপস্থিত হতে হবে। বিভিন্ন বিভাগের শুণ্য আসন সংখ্যা বিবেচনায় নিয়ে মেধাক্রম অনুযায়ী শুণ্য আসন সমূহ পূরন করা হবে। মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থী আগামী ২৭/০১/২০২০ইং তারিখ হতে ২৮/০১/২০২০ইং তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে Sure Cash মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি এর নির্ধারিত পরিমাণ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ভর্তির অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ কোন প্রকার বিষয় পরিবর্তন (মাইগেশ্রন) এর সুযোগ পাবে না। এমনকি পরবর্তীতে কোন বিভাগের শুণ্য আসন (যদি থাকে) পূরনের ক্ষেত্রেও তারা বিষয় পরিবর্তনের সুযোগ পাবে না। আরও উল্লেখ্য ২৬/০১/২০২০ইং তারিখে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া ভর্তির কোন নিশ্চয়তা বহন করবে না। এক্ষেত্রে মেধাক্রমকেই বিবেচনা করা হবে।
শুণ্য আসন সম্পর্কিত তথ্য নিন্মরূপঃ
ক্রমিক নং | বিভাগ | শুণ্য আসন | ক্রমিক নং | বিভাগ | শুণ্য আসন | |
১ | ভূগোল ও পরিবেশ | ২০ | ৯ | মার্কেটিং | ২ | |
২ | মনোবিজ্ঞান | ৮ | ১০ | বাংলা | ৩ | |
৩ | রাষ্ট্রবিজ্ঞান | ১২ | ১১ | ইতিহাস | ১০ | |
৪ | সমাজবিজ্ঞান | ৫ | ১২ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ১০ | |
৫ | সমাজকর্ম | ১০ | ১৩ | ইসলামিক স্টাডিজ | ১০ | |
৬ | নৃবিজ্ঞান | ৮ | ১৪ | দর্শন | ১৭ | |
৭ | লোক প্রশাসন | ২ | ১৫ | শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট | ৬ | |
৮ | ম্যানেজমেন্ট | ৩ | ১৬ | আধুনিক ভাষা ইনস্টিটিউট | ১ | |
মোট- | ৬৮ | মোট- | ৫৯ |
সর্বমোট-১২৭ জন