বর্তমান মহামারীর এই সময়ে, অনলাইন কে ভরসা করেই এগিয়ে চলছে গোটা বিশ্ব। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ অনলাইন মাধ্যমে বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে “বাংলাদেশ জলবায়ু বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১”।
অলিম্পিয়াডটি হবে দুটো পর্যায়ে। প্রথম পর্যায়ে বাছাইয়ে পর অংশগ্রহনকারী জাতীয় পর্যায়ে অংশগ্রহন করতে পারবে। জাতীয় পর্যায়ে চূড়ান্ত অলিম্পিয়াডে বিজয়ীরা সনদ প্রাপ্তির পাশাপাশি “আন্তর্জাতিক জলবায়ু বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১”- এ অংশগ্রহণের জন্য প্রস্তুতিস্বরূপ অনলাইন ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাবে। উক্ত ক্যাম্প তাদের প্রশিক্ষণ ও মেন্টরশীপের মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।
নিয়মাবলিঃ
- এই অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন ও প্রতিযোগিতা এবার সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে।
- ১৪ থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশের যেকোনো অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা এই প্লাটফর্মে রেজিস্ট্রেশন করতে পারবে।
- অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য প্রথমে http://bdcso.onlinequiz.io ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- অংশগ্রহণকারীরা যেকোনো স্থান থেকে ইন্টারনেট-সম্বলিত ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে এমন ডিজিটাল ডিভাইসে (স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ কম্পিউটার) অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন করতে পারবে।
- প্রশ্নের বিষয়বলিঃ জলবায়ু ও বিজ্ঞান বিষয়ক
- প্রশ্নের ধরনঃ
প্রথম রাউন্ড : এমসিকিউ
দ্বিতীয় রাউন্ড : কেস স্টাডি + ম্যাথ
কারা অংশ নিতে পারবে?
১৪ থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশের যেকোনো অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করতে পারবে।
জন্মতারিখ জুলাই ৫, ২০০৪ – জুলাই ৫, ২০০৭ -এর মধ্যে হতে হবে
অংশগ্রহণের জন্য বিনামূল্যে নিবন্ধন করুন
আরো পড়ুন,