শ্যাডো নিউজঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন জাতিসংঘ এর ৮৬ কর্মী। এক বিবৃতিতে জাতিসংঘ এর মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ এর সবচেয়ে বেশি কর্মী আক্রান্ত হয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। তবে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও সংস্থাটির বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

দুজারিক জানিয়েছেন, এমতাবস্থায় করোনার বিস্তাররোধে জাতিসংঘ এর বেশিরভাগ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন। বর্তমানে ভিয়েনাতে জাতিসংঘ এর ৯৭ শতাংশ কর্মী, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ৯৯ শতাংশ কর্মী বাড়িতে থেকে কাজ করছেন।
মহামারী করোনা মোকাবেলায় জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা ফেসবুক, টুইটার, মাইক্রোসফট, ইউনিলিভারের মতো বড় প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে। কর্মীদের মধ্যে যেন করোনার প্রকোপ ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই নেওয়া হয়েছে এমন উদ্যোগ।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রানঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৮৫ জন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৩ হাজার ৩৬০ জন।
বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কারো সংক্রমণের খবর পাওয়া যায়নি। নতুন করে ৪ জন সুস্থ হওয়ায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
এ বিষয়ে আরো জানতে https://www.un.org/en/coronavirus