মহামারী করোনা পরিস্থিতি বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত এছাড়াও ২০ আগস্ট পর্যন্ত আবেদনকৃত কলেজে ফি জমাদানের সময় দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৪ আগস্ট) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সময় বৃদ্ধির তথ্যটি জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার, আসনসংখ্যা, গুরুত্বপূর্ণ তথ্যসহ সব তথ্য এক সাথে সম্পূর্ণ বিনামূল্যে জানার সুযোগ রয়েছে Admission Assistant অ্যাপে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
অনলাইনে আবেদন শুরু: ২৮ জুলাই
অনলাইনে আবেদন শেষ: ১৮ আগস্ট
অনলাইনে ফি পরিশোধ শুরু: ২৯ জুলাই
অনলাইনে ফি পরিশোধ শেষ: ২০ আগস্ট
আবেদন যোগ্যতা
- বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৭/২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৯/২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
- বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৭/২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০১৯/২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি. (ভােকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট) ii) ডিপ্লোমা-ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
- প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়। বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ও বেসরকারি ২ হাজার ২৪৯ টি অধিভুক্ত কলেজ রয়েছে, যেখানে প্রায় ২৮ লাখের ও বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। যার মধ্যে ৮৫৭ টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়, যার মোট আসন সংখ্যা ৪ লক্ষ ২০ হাজারের অধিক। এছাড়াও স্নাতকোত্তর পড়ানো হয় ১৪৫ টি কলেজে।
আরো দেখুন,
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
বিইউপি ভর্তি পরীক্ষা-প্রবেশপত্র ডাউনলোডের তারিখ প্রকাশিত