জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে ১ম মেধাক্রমের ভর্তির পর ইউনিটভিত্তিক শূণ্য আসনের তালিকা প্রকাশিত হয়েছে।
ইউনিট ভিত্তিক শূণ্য আসনের তালিকা—
- ইউনিট A (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) – ছাত্র 110 ছাত্রী 90
- ইউনিট B (সমাজ বিজ্ঞান অনুষদ) – ছাত্র 41 ছাত্রী 36
- ইউনিট C (কলা ও মানবিকী অনুষদ) – ছাত্র 35 ছাত্রী 40
- ইউনিট C1 (নাটক ও নাট্যতত্ত্ব) – ছাত্র 2 ছাত্রী 2
- ইউনিট C1 (চারুকলা) – ছাত্র 0 ছাত্রী 1
- ইউনিট D (জীববিজ্ঞান অনুষদ) – ছাত্র 40 ছাত্রী 42
- ইউনিট E (বিজনেস স্টাডিজ অনুষদ) – ছাত্র 7 ছাত্রী 10
- ইউনিট F (আইন অনুষদ) – ছাত্র 8 ছাত্রী 2
- ইউনিট G (আইবিএ) – ছাত্র 9 ছাত্রী 3
- ইউনিট H (আইআইটি) – ছাত্র 5 ছাত্রী 14
- ইউনিট I (বংগবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট) – ছাত্র 5 ছাত্রী 6
বি.দ্র.— আগামী ১৫ই জানুয়ারি ১ম মেধাতালিকা থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের তালিকা প্রকাশ হবে এবং ১৬ই জানুয়ারি ২য় মেধাক্রম প্রকাশিত হবে।
বিস্তারিত দেখুন – www.ju-admission.org