জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাৎসরিক আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে নৃবিজ্ঞান বিভাগকে ৮ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অর্থনীতি বিভাগ।
গত বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯ ঘটিকায় শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অর্থনীতি বিভাগ। তবে বৃষ্টির আকস্মিক যাত্রায় খেলার যাত্রা স্থগিত করতে হয়। আজ শুক্রবার (১০জুন) রিজার্ভ ডে তে গড়ায় ম্যাচটি। যেখানে নির্ধারিত ১০ ওভারে ব্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান সংগ্রহ করে অর্থনীতি বিভাগ।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৯ রানেই থেমে যায় নৃবিজ্ঞান বিভাগের ইনিংস। উল্লেখ্য তারাও ১০ ওভার খেলে ৪ উইকেট হারিয়েছিলো। নৃবিজ্ঞান বিভাগের এরকম হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় বাধভাঙা উত্তাল উল্লাসে ভেসে যায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। আগামী ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রেখে এবারের কাপও নিজেদের হাতে উঠানোর প্রত্যাশা অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের।
পাশাপাশি তারা নৃবিজ্ঞানের শিক্ষার্থীদের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা পোষণ করেছেন এবং তাদের এই মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য পরবর্তী ম্যাচে তারা সরকার ও রাজনীতি বিভাগকে ধসিয়ে দেয়ার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ।