জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধতালিকা জাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট ju-admission.org তে দেখা যাবে।
১ম মেধাতালিকার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর গত ১৪ই জানুয়ারি বিভিন্ন ইউনিটে শূণ্য আসনের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উক্ত শূণ্য আসন সমূহের জন্য ১৬ই জানুয়ারি ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়।
২য় মেধাতালিকার শিক্ষার্থীদের ২০ এবং ২১ জানুয়ারি অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।এরপর ২২ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভর্তি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা শাখায় জনা দিতে হবে।২য় মেধা তালিকা থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন তালিকা প্রকাশিত হবে ২৬শে জানুয়ারি। এতে আসন খালি থাকা সাপেক্ষে ১ম মেধাতালিকার শিক্ষার্থীরাও মাইগ্রেশনের অন্তর্ভুক্ত হতে পারেন।
পরবর্তীতে আসন শূণ্য থাকা সাপেক্ষে ২৭শে জানুয়ারি ৩য় মেধাতালিকা প্রকাশিত হবার কথা রয়েছে। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৭ই ফেব্রুয়ারি।
মেধা তালিকা দেখতে ক্লিক করুন: https://ju-admission.org/2ndMeritList/