দেশের করোনা পরিস্থিতি ও চলমান লকডাউন এর বিষয়টি বিবেচনায় রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ৩১ জুলাইয়ের পরিবর্তে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে আগামী ১৪ আগস্ট রাত ১১.৫৯ টা পর্যন্ত।
আজ শনিবার (২৪ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
করোনা পরিস্থিতি এবং দেশব্যাপী লকডাউনের বিষয়টি বিবেচনায় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের পূর্ব নির্ধারিত সর্বশেষ সময়মীমা ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
দেশসেরা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য অ্যাপ Admission Assistant এ শুরু হয়েছে জাবি স্ট্যান্ডার্ড লাইভ এক্সাম ব্যাচ।
এক্সাম ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে ভা ভর্তি হতে Admission Assistant এর অফিসিয়াল ফেইসবুক পেইজে মেসেজ দিতে ক্লিক করুন।
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
- আবেদন শুরুর তারিখ: ২০ জুন, ২০২১
- আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২১
- ফি জমাদানের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২১
- আবেদন ফি: A,B,C,D,E ইউনিটের জন্য ৬০০ টাকা এবং C1,F,G,H,I ইউনিটের জন্য ৪০০ টাকা
- পরীক্ষার তারিখ: পরবর্তীতে নোটিশ দিয়ে জানানো হবে।
- সিলেকশন: নেই
- সেকেন্ড টাইম: আছে
- ভর্তির ওয়েবসাইট লিংক: www.ju-admission.org
জাবি ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা
- ২০১৭ সাল ও ২০১৮ সালে এসএসসি এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণণা করা হবে।
- প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা যেকোন ইউনিটে আবেদন করতে পারবে।
উল্লেখ্য, প্রতিটি ইউনিটের প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা শর্ত রয়েছে। সেই শর্ত পূরণ সাপেক্ষে ই উক্ত বিষয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৬৯৭.৫৬ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সালে। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিকী, গাণিতিক ও পদার্থবিষয়ক, সমাজ বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদ এবং ৪ টি ইনস্টিটিউট রয়েছে।
আরো পড়ুন,
শুরু হয়েছে জাবি ভর্তি পরীক্ষার আবেদন,
সেপ্টেম্বরের শেষে হতে পারে গুচ্ছের ভর্তি পরীক্ষা।
শ্যাডো নিউজ