দক্ষিণ স্পেনে অবস্থিত ছোট্ট একটি শহর জাহারা দে লা সিয়েরা । সাদা দালানের এই সুন্দর শহরটি নদীবেষ্টিত। প্রাচীনকাল থেকেই শহরটির রয়েছে শত্রুকে কোনঠাসা করার অভিনব সব কৌশলের ঐতিহ্য। করোনার প্রকোপে যখন সমগ্র স্পেনে চলছে মৃত্যু তান্ডব, সেই সময়েও বিশ্বের কাছে জাহারা নিজেকে উপস্থাপন করেছে প্রতিরক্ষার এক উদাহরণ হিসেবে।
স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৬০১৯ জন এবং মৃতের সংখ্যা ১৬৯৭২ জন। এই বিশাল সংখ্যার বিপরীতে জাহারা দে লা সিয়েরা ‘র ১৪০০ অধিবাসীর একজনও এখনো পর্যন্ত আক্রান্ত হননি করোনায়।
মেয়র গৃহীত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের দরুণ শহরটির অধিবাসীরা করোনামুক্ত।মার্চের ১৪ তারিখে শহরটি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে পুরো বিশ্ব থেকে। শহরের পাঁচটি প্রবেশদ্বারের শুধুমাত্র একটি খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন শহরটির মেয়র। প্রথম কয়েকদিনে স্থানীয় সরকারের সিদ্ধান্ত সম্পর্কে ধারণা না থাকায় ফ্রান্স এবং জার্মানীর অনেক পর্যটকদের ফিরিয়ে দিতে হয়েছে তাদের।
মেয়রের গৃহীত সিদ্ধান্ত সমূহঃ
- শহরের পাঁচটি প্রবেশদ্বারের শুধুমাত্র একটি খোলা রাখা হয়। মাত্র একটি প্রবেশদ্বার দিয়ে শুধুমাত্র জরুরী প্রয়োজনের যানবাহন প্রবেশের অনুমতি রয়েছে। প্রতিটি ব্যক্তিগত গাড়িও জীবাণুনাশ করার পর শহরে প্রবেশ করতে দেওয়া হয়।
- চেকপয়েন্টে শুধুমাত্র একজন পুলিশ অফিসার দায়িত্বরত রয়েছেন। দুইজন ব্যক্তি সুরক্ষাবস্ত্র পরিধান করে যানবাবনগুলোকে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে জীবাণুমুক্ত করার কাজটি করেন।
- জীবাণুমুক্ত করা হয়নি এমন একটি গাড়িও শহরে প্রবেশ করতে দেওয়া হয় না।
- শহরের বয়স্ক নিবাসীদেরও প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে বাড়ির বাইরে বের হতে হয় না। তাদের প্রয়োজন অনুযায়ী দ্রব্যাদি তাদের ঘরের দরজায় পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন শহরটির মেয়র। ফলে তাদের আক্রান্ত হবার ঝুঁকি থাকে না। কারণ জাহারার অধিবাসীদের এক-চতুর্থাংশই ৬৫ বছরের অধিক বয়সী।
যুগোপযোগী এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়র সান্তিয়াগো গ্যালভান বলেন , এই জাতীয় পদক্ষেপগুলি যে কোনও জায়গায় ২০% থেকে ৮০% কার্যকর হতে পারে, তবে তিনি বলেছিলেন এটি সবই আশ্বাসের বিষয়।
তিনি বলেন,”আমরা আমাদের প্রতিবেশীদের প্রশান্তি দিতে পেরেছি”। অধিবাসীদের সম্পর্কে তিনি বলেন, “তারা জানে যে ‘অজানা’ কেউ আসতে পারে না।”

তাদের মধ্যে একজন স্থানীয় কৃষক হলেন অ্যান্তনিয়ো আটিয়েনজা, যার ট্রাক্টর দিয়ে শহরের রাস্তাগুলোতে ওষুধ ছিটানো হচ্ছে।

এভাবেই যুগোপযোগী কিছু পদক্ষেপের যথাসময়ে গ্রহণের মাধ্যমে মৃত্যুপুরীতে স্বর্গ স্থাপনের দৃষ্টান্ত উপস্থাপন করেছে দক্ষিণ স্পেনের এই ছোট্ট শহর, জাহারা দে লা সিয়েরা।