শ্যাডো নিউজঃ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ (রবিবার) ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে। আর এই টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
গেল পাকিস্তান সিরিজে গোটা দলের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল ইনিংস ও ৪৪ রানের পরাজয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে দলটা ঢেলে সাজানোর একটা প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচকেরা। এরই পরিপ্রেক্ষিতে শেষ ৫ ম্যাচে একটিমাত্র ফিফটি পাওয়া অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়ার একটা গুঞ্জন ওঠে। তাই রবিবার ১৬ সদস্যের চুড়ান্ত টেস্ট দল থেকে বাদ পড়লেন রিয়াদ।
শুধুমাত্র রিয়াদ নন, টেস্ট দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসাইন, আল-আমিন হোসাইন এবং সৌম্য সরকার। যদিও বিবাহের কারনে দল থেকে বাদ পড়েছেন সৌম্য।
তবে আড়াই বছর পর টেস্ট দলে ফিরলেন পেসার তাসকিন আহমেদ। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে শেষবারের মত সাদা পোষাকে খেলতে নেমেছিলেন তিনি। তাসকিন ছাড়াও দলে ফিরেছেন নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। নিরাপত্তার কারন দেখিয়ে মুশফিক গেল পাকিস্তান সফরে যাননি। তবে প্রথমবারের মত টেস্ট দলে যায়গা করে নিয়েছেন পেসার হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি।
বিসিএলের ২য় রাউন্ডের ম্যাচে ভাল বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ৩য় রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম (১৪০), ইয়াসির আলী রাব্বি (১৬৭)। সেই সাথে আজ মধ্যাঞ্চলের বিপক্ষে অপরাজিত ২৫৩ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। এসব পারফরমেন্স বিবেচনা করেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেস্ট দলঃ মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, এবাদত হোসাইন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি।