শ্যাডো নিউজঃ পাকিস্তান সফরের ব্যর্থতার পর বাংলাদেশের এখনকার সময়টা বেশ ভালো যাচ্ছে। বেশিরভাগ খেলোয়াড়রাই ছন্দে ফিরতে সক্ষম হয়েছেন। যে কারণে সফরকারী জিম্বাবুয়ে দলের বিপক্ষে বাংলাদেশ একমাত্র টেস্ট সিরিজ, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই জয় পেয়েছে এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে কোন দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে তিনটি সিরিজের তিনটিতেই হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। একইসাথে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াটওয়াশ হলো সফরকারী দল।
আজ বুধবার মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জিম্বাবুয়ে দল ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি। দলীয় রান যখন ১২ ঠিক তখনই আল-আমিনের শিকার হন টিনাশে কামুনহুকামুয়ে। তবে দ্বিতীয় উইকেটে অরভিনের সাথে ৫৭ রানের জুটি গড়েন ওপেনার টেলর। কিন্তু এ জুটিও বেশিক্ষন টিকে থাকতে পারেনি। আফিফের বলে আউট হয়ে ৩৩ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন অরভিন। মাত্র ৩ করা অধিনায়ক শেন উইলিয়ামসের উইকেট তুলতে সক্ষম হন লেগ স্পিনার মাহেদি হাসান। এরপরে মাত্র ১২ রান করে পেসার সাইফুদ্দিনের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সিকান্দার রাজা। দলের এমন কঠিন সময়ে হাল ধরেছিলেন ম্যাচের শুরু থেকে লড়ে আাসা ব্রেন্ডন টেলর। ৪৮ বলে ৬ টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৫৯ রান করেন সাবেক এই অধিনায়ক। ফলে দলীয় স্কোর দাড়ায় ২০ ওভারে ১১৯।
জবাবে ব্যাট করতে নেমে আগের ম্যাচগুলোর মতো দাপুটে ব্যাটিং করেন লিটন দাস। ওপেনার তামিম বিশ্রামে গেলে নাঈম শেখের সাথে ৭৭ রানের এক বিশাল জুটি গড়েন লিটন। ৩৪ বলে ৩৩ করে নাঈম শেখ আউট হয়ে গেলে সৌম্যকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে জয়ের দোরগোড়ায় পৌছে দেন এবং ৪৫ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন লিটন। সাথে থাকা সৌম্য সরকার ১৬ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন।
লিটন দাস কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশেষ করে কোচিং স্টাফদের আমি ধন্যবাদ দিতে চাই। কারন নেটে ব্যাট করার সময় তারা সবসময় আমার দিকে মনোযোগ দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ সবসময় বলেছেন, স্বাভাবিক খেলাটা খেলো, শুধু টাইমিংটা ঠিকমতো করো। তামিম ভাইয়ের সাথেও ভালো বোঝাপড়া হয়েছিল, এতোদিন উইকেটে অনেক বুঝিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়েঃ ২০ ওভারে ১১৯/৭ (টেলর ৫৯*, আরভিন ২৯, সিকান্দার রাজা ১২, কামুনহুকামুয়ে ১০; আল-আমিন ২/২২, মোস্তাফিজ ২/২৫)
বাংলাদেশঃ
১৫.৫ ওভারে ১২০/১(লিটন ৬০, নাঈম ৩৩, সৌম্য ২০)
ফলাফলঃ বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।