সব জল্পনা-কল্পনা শেষে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। জনপ্রিয় এই সাইটটি কিনতে ইলন মাস্কের খরচ পড়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যে সংস্থার সব কর্মীর কাছে একটি মেইল করে পুরো বিষয়টি জানিয়েছেন টুইটার নির্বাহী প্রধান পরাগ আগরওয়াল। সোমবার পুরো বিষয়টি সম্পন্ন হয়।
টুইটারের ইনডিপেনডেন্ট, বোর্ডের চেয়ারম্যান ব্রেট টেলর বলেন, ইলন মাস্কের যে প্রস্তাব ছিল তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করি টুইটারের স্টেক হোল্ডারদের আরও ভালোভাবে কাজ করার সুযোগ মিলবে।
টুইটার কেনার ঘোষণার পর এক বিবৃতিতে ইলন মাস্ক বলেন, বাকস্বাধীনতা একটি কার্যকর গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে। টুইটার হলো সেই ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানুষের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
টুইটারকে অধিগ্রহণ করার মাত্র চারদিন আগে একটি অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। তাঁর ওই প্রস্তাবের পর টুইটারে নির্বাহী পর্ষদ এটি নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা শুরু করে। টুইটারের অনেক অংশীদার চুক্তির সুযোগ হাতছাড়া না করার জন্য কোম্পানিটির প্রতি আহ্বান জানিয়েছিল।