মহামারী করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত ৭ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে বুটেক্স অধিভুক্ত ৭ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করার তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এর আগে করোনা পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পিছিয়ে নতুন তারিখ আগামী ০৩ সেপ্টেম্বর বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে তা স্থগিত হয়েছে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষার বিভাগ ও আসনসংখ্যা
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম এর আসনসংখ্যা
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর আসনসংখ্যা
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী এর আসনসংখ্যা
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আসনসংখ্যা (বরিশাল)
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আসনসংখ্যা (ঝিনাইদহ)
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আসনসংখ্যা (রংপুর)
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আসনসংখ্যা (গোপালগঞ্জ)
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
উল্লেখ্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষায় কোনো সিলেকশন নেই। এছাড়াও সেকেন্ড টাইম ও পরীক্ষা দেওয়া যাবে। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার কেন্দ্র ও নির্বাচন করতে পারবে এবং পছন্দমতো কেন্দ্রতে পরীক্ষা দিতে পারবে।
ভর্তি পরীক্ষার দীর্ঘ এই সময়ে পরীক্ষার্থীদের প্রস্তুতি অব্যাহত রাখার সুবিধার্থে Admission Assistant অ্যাপ চালু করেছে ২ মাস ব্যাপী লাইভ এক্সাম ব্যাচ।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে Admission Assistant এর ফেইসবুক পেইজে মেসেজ দিতে
ভর্তি পরীক্ষার মানবন্টন
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। মোট ১০০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে
- পদার্থবিজ্ঞান – ৬০
- রসায়ন – ৬০
- গণিত – ৬০
- ইংরেজি – ২০
বুটেক্স অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রতিবছর ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ও এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রত্যেকটি কলেজে ই শিক্ষার্থীদের জন্য হল সুবিধা রয়েছে। এছাড়াও সিলেকশন পদ্ধতি না থাকায় সবার জন্য রয়েছে বিশেষ সুযোগ। অধিভুক্ত কলেজ হলেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে পড়াশোনার মান ও অনেক ভালো।
আরো দেখুন,
বুটেক্স অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
প্লে-স্টোরে ১ লাখের বেশি ডাউনলোড অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপ