দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত এবং বস্ত্র অধিদপ্তর পরিচালিত সরকারি ৭ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। একই সাথে বর্ধিত করা হয়েছে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা।
উল্লেখ্য, পরিবর্তিত সময় অনুযায়ী বুটেক্স অধিভুক্ত ৭ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০৩ সেপ্টেম্বর।
বস্ত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ পিছিয়ে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।
লকডাউনে শিক্ষার্থীরা ঘরে বসে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে Admission Assistant অ্যাপ চালু করেছে The 100 Publicians কোর্সটি, যেখানে শিক্ষার্থীরা ১০০ ঘন্টা+ রেকর্ডেড, বিগত বছরের প্রশ্নব্যাংক থেকে ১৫ হাজার+ এমসিকিউ সলভ করার সুযোগ ও সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষার জন্য চালু করেছে গুচ্ছ স্ট্যান্ডার্ড “Next Publicians” কোর্সটি।
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ (পরিবর্তিত সময়সীমা অনুযায়ী)
- আবেদন শুরুঃ ০১ জুন সকাল ১০ টা
- আবেদন শেষঃ ২০ আগস্ট রাত ১১.৫৯ টা
- ভর্তি পরীক্ষাঃ ০৩ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ১২.২০টা
- পরীক্ষার ফলাফলঃ ০৯ সেপ্টেম্বর
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা
- অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে
- যেকোনো শিক্ষাবোর্ড থেকে ২০১৭/২০১৮ সালে এসএসসি এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি উভয়ে নূন্যতম ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে
- এইচএসসি তে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি বিষয়ে মোট ১৫ পয়েন্ট থাকতে হবে এবং অবশ্যই উক্ত চার বিষয়ে আলাদাভাবে ৩.০০ পয়েন্ট করে থাকতে হবে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। মোট ১০০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে
- পদার্থবিজ্ঞান – ৬০
- রসায়ন – ৬০
- গণিত – ৬০
- ইংরেজি – ২০
সাতটি ইঞ্জিনিয়ারিং কলেজ:
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুরের পীরগঞ্জের ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
বুটেক্স অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রতিবছর ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ও এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রত্যেকটি কলেজে ই শিক্ষার্থীদের জন্য হল সুবিধা রয়েছে। এছাড়াও সিলেকশন পদ্ধতি না থাকায় সবার জন্য রয়েছে বিশেষ সুযোগ। অধিভুক্ত কলেজ হলেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে পড়াশোনার মান ও অনেক ভালো।
আরো দেখুন,
বুটেক্স অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত,
গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন পড়েছে ৩ লক্ষাধিক
১ অক্টোবর থেকে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা