আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর এর ১০৫তম মৃত্যুবার্ষিকী। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল রয়েছে।
খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ (জন্ম: ৭ জুন ১৮৭১ – মৃত্যু: ১৬ জানুয়ারি ১৯১৫) ঢাকার নবাব ছিলেন। তার পিতা নবাব খাজা আহসানউল্লাহ ও পিতামহ নবাব খাজা আব্দুল গনি। তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা । ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন। যদিও তিনি জীবদ্দশায় এই বিশ্ববিদ্যালয় দেখে যেতে পারেন নি।
প্রচলিত আছে যে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নিজের জমি দান করেছেন, যদিও প্রকৃতপক্ষে এটি একটি শ্রুতি বা মিথ। দান করার মতো জমি নবাব পরিবারের ছিলো না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সরকারি খাসজমিতে।
তার মৃত্যুবার্ষিকীতে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ।
