তারিখ: ১৩ জানুয়ারি, ২০২০
‘ঘ’ ইউনিট ভর্তি : ২০১৯-২০২০ সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
দ্বিতীয় সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তির বিজ্ঞপ্তি
‘ঘ’ ইউনিটের ২০১৯-২০২০ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুযায়ী নিন্মলিখিত বিভাগগুলোতে খালি আসনসমূহ পূরণ করা হবে। আসন পূর্ণ হয়ে গেলে সাক্ষাৎকার বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, যারা উক্ত সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি হবে, তাদের কোনক্রমেই বিষয় পরিবর্তন করা হবে না।
সাক্ষাৎকারে আসার সময় ভতির্ পরীক্ষার মূল প্রবেশপত্র, এস.এস.সি. ও এইচ.এস.সি. পরীক্ষার মূল গ্রেডশিট, Subject Choice Form যা ইন্টারনেটের মাধ্যমে সাবমিট করা হয়েছে তার ডাউনলোডকৃত কপি (উভয়পৃষ্ঠা) আনতে হবে।
বিজ্ঞান শাখাঃ
বিভাগের নাম | মেধাক্রম | তারিখ ও সময় |
সমাজবিজ্ঞান-৪টি, গণযোগাযোগ ও সাংবাদিকতা-২টি, নৃবিজ্ঞান-৫টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন-৪টি, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ-৫টি, পপুলেশন সায়েন্সেস-৫টি, টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি-১২টি, যোগাযোগ বৈকল্য-৭টি, প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ-১২টি, জাপানিজ স্টাডিজ-২১টি, বাংলা-৮টি, ফারসি ভাষা ও সাহিত্য-২০টি, উর্দু-২৯টি, সংস্কৃত-১৯টি, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ-১৭টি, ইতিহাস১৩টি, দর্শন-১৯টি, ইসলামিক স্টাডিজ-২০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১৬টি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বাবস্থাপনা -৯টি, ভাষাবিজ্ঞান- ১৭টি,বিশ্বধর্ম ও সংস্কৃতি-২৭টি, French Language and Culture-৪টি,Chinese Language and Culture-৫টি ও Japanese Language and Culture-৫টি। [সর্বমোট =৩০৫টি] | ১৪৪৫ থেকে ১৬০০ (যারা Subject Choice Formপূরণ করেছে) | ২১/০১/২০২০ (মঙ্গলবার) সকাল ১০:০০ টা |
১৬০১ থেকে ১৮০০ (যারা Subject Choice Form পূরণ করেছে) | ২১/০১/২০২০ (মঙ্গলবার) সকাল ১১:০০ টা | |
১৮০১ থেকে ২১০০ (যারা Subject Choice Form পূরণ করেছে) | ২১/০১/২০২০ (মঙ্গলবার) সকাল ১২:০০ টা |
ব্যবসায় শিক্ষা শাখাঃ
বিভাগের নাম | মেধাক্রম | তারিখ ও সময় |
নৃবিজ্ঞান-১টি, টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি-২টি, জাপানিজ স্টাডিজ১টি, ফারসি ভাষা ও সাহিত্য-১০টি, উর্দু-১৯টি, সংস্কৃত-৯টি, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ-১০টি, ইসলামিক স্টাডিজ-৬টি, ভাষাবিজ্ঞান-৫টি, বিশ্বধর্ম ও সংস্কৃতি-৫টি, ভূগোল ও পরিবেশ-৩টি, Chinese Language and Culture-৬টি ও Japanese Language and Culture-২টি। [ সর্বমোট =৭৯টি] | ৫৭৩ থেকে ৮০০ (যারা Subject Choice Form পূরণ করেছে) | ২২/০১/২০২০ (বুধবার) সকাল ১০:০০ টা |
মানবিক শাখাঃ
বিভাগের নাম | মেধাক্রম | তারিখ ও সময় |
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স-৩টি, মার্কেটিং-১টি, ফিন্যান্স-৩টি, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স-২টি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স-১টি, ইন্টারন্যাশনাল বিজনেস-২টি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট২টি ও অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ-৫টি [সর্বমোট =১৯টি] | ৭৭ থেকে ২০০ (যারা Subject Choice Formপূরণ করেছে) | ২২/০১/২০২০ (বুধবার) সকাল ১১:০০ টা |
প্রয়োজনীয় তথ্যাবলী
ভর্তিচ্ছু কোন কোন প্রার্থী ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার মূল গ্রেডশিট দেখাতে না পারলেও সাক্ষাৎকার নেয়া হবে। তবে ভতির্র সময় বিভাগে মূল গ্রেডশিট দেখাতে হবে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোন ইউনিটে ভতির্ হওয়ার পর আবার ‘ঘ’ ইউনিটের মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যদি বিভাগ পায় সে ক্ষেত্রে পূর্বের হল বহাল রাখতে হবে। এ ব্যাপারে সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসকে অবহিত করতে হবে।
ভর্তিচ্ছু কোন শিক্ষার্থীর ভাই/বোন কোন আবাসিক হলের শিক্ষার্থী হয়ে থাকলে, সেই হলে সংযুক্তি চাইলে তথ্য প্রমাণসহ ডিন বরাবর লিখিত আবেদন করতে পারবে। পরবর্তীতে আবাসিক হল পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।
উভয় ক্ষেত্রে আগামী ২২/০১/২০২০ তারিখের মধ্যে ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পর হল পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য নয়।
উক্ত সাক্ষাৎকারের মাধ্যমে যারা বিভাগ মনোনয়ন পাবে, তারা ২৬/০১/২০২০ তারিখ থেকে ক্লাস করতে পারবে। ভর্তির তারিখ হবে ০৩-০৬ ফেব্রুয়ারী ২০২০।
বি: দ্র: বিভাগে যাওয়ার সময় মনোনীত বিভাগের পৃষ্ঠাটি অনলাইন থেকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং বিভাগে জমা দিতে হবে (০২/০২/২০২০ তারিখে অনলাইনে দেখা যাবে)। ভর্তি হতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, তা বিভাগ নির্ধারণ করবে। ভর্তি-ফি ও ভতির্র নিয়মাবলী স্ব-স্ব বিভাগ থেকে জেনে নিতে হবে। ভর্তির সময় বিভাগে মূল গ্রেডশিট দেখাতে হবে। ভর্তি হওয়ার ১৫ দিনের মধ্যে ভতির্ ও রেজিস্ট্রেশন (SIF) ফরমে স্বাক্ষর না করলে ভর্তি সম্পন্ন হবে না। নিজ দায়িতে সংক্লিষ্ট বিভাগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ভর্তির ও রেজিস্ট্রেশন ফরমে স্বাক্ষর করার পর ভর্তি সম্পন্ন হবে।