ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউট এর সৌজন্যে বানানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার।যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের,শিক্ষক ও হলে স্বল্প পরিসরে বিতরণ করা হয়েছে।
আরও বলা হয়েছে যে করোনা মোকাবেলায় পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীদের সেচ্ছাসেবী মূলক মনোভাবের জন্য তারা এ ঝুঁকিপূর্ণ সময়ে বাড়ি না গিয়ে ক্যাম্পাসে অবস্থান করে এই সেবামূলক কাজ করছেন।
বলা হয়েছে, ইন্সটিটিউট এর ভবনের ২য় তলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একটি করে স্যানিটাজার সংগ্রহ করতে পারবে।
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে সব ধরনের গবেষণার জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ধরনের প্রকল্পে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।