ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ক ইউনিট”ভুক্ত বিষয় সমূহে ফাঁকা আসনে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বর্তমানে ঢাবি ক ইউনিটভুক্ত বিভিন্ন বিষয়সমূহে সর্বমোট ১০৪ টি আসন খালি রয়েছে।উক্ত খালি আসনসমূহ পূরণ করার জন্য মেধাক্রম ৬৯৮৫ থেকে ৭৫০০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে হবে।সাক্ষাৎকারের জন্য উক্ত মেধাক্রমধারীদের আগামী ১৫ই জানুয়ারি ২০২০ দুপুর ১২টার মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসের (৪র্থ তলায়) উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য যে সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সাথে থাকা আবশ্যক।
বিভিন্ন ইউনিট/ইন্সটিটিউট এ শূন্য আসনের তালিকা-
- লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং – 15
- ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং – 9
- মনোবিজ্ঞান – 14
- ভূগোল ও পরিবেশ – 14
- ভূতত্ত্ব – 13
- মৃত্তিকা, পানি ও পরিবেশ – 10
- দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা – 4
- সমুদ্রবিজ্ঞান – 8
- আইইআর(ভৌত বিজ্ঞান) – 6
- আইইআর(জীববিজ্ঞান) – 11
রিপোর্টঃ Zabin Sazzad