মহামারী করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। ঢাবি ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড কর্যক্রম স্থগিতের পাশাপাশি পরিবর্তিত হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ সময়সূচি।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত করার তথ্যটি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
সাম্প্রতিক দেশব্যাপী করোনা সংক্রমনের উর্ধ্বমুখী বিস্তারের কারনে পূর্বঘোষিত ১০ জুলাই ২০২১ তারিখ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রমটি স্থগিত করা হলো।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,
ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত অতিশীঘ্রই পরীক্ষার্থীদের অবহিত করা হবে।
ঘরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতির জন্য রিটেন প্রস্তুতি, রিটেন মডেল টেস্ট ও লাইভ ক্লাস সহ Admission Assistant অ্যাপে শুরু হয়েছে “স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়” কোর্সটি। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে Admission Assistant এর অফিসিয়াল ফেইসবুক পেইজে মেসেজ দিতে ক্লিক করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা
ক ইউনিট
- পদার্থ বিজ্ঞান-১৪০
- গনিত-১৩০
- রসায়ন-৯০
- ফলিত গনিত-৭০
- মৃত্তিকা, পানি ও পরিবেশ-১২০
- উদ্ভিদবিজ্ঞান-৭৫
- প্রানিবিদ্যা-১০০
- প্রানরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান-৬০
- মনোবিজ্ঞান-৫০
- অনুজীব বিজ্ঞান-৪০
- মৎস্য বিজ্ঞান-৪০
- জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি-১৭
- ফার্মেসি-৬৫
- ভূগোল ও পরিবেশ-৫০
- ভূতত্ত্ব-৫০
- সমুদ্র বিজ্ঞান-২৫
- দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা-৩০
- ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং-৭০
- ফলিত রসায়ন ও কেমিকৌশল-৬০
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং -৬০
- নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং -২৫
- রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-২০
- ফলিত পরিসংখ্যান-৫০
- পুষ্টি ও খাদ্য বিজ্ঞান-৩৫
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-৩০
- লেদার ইঞ্জিনিয়ারিং-৫০
- ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং-৫০
- লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং-৫০
- ভৌত বিজ্ঞান-৩০
- জীব বিজ্ঞান-২৫
খ ইউনিট
- বাংলা-১৩৭
- ইংরেজি-১৩২
- আইন-৯৫
- লোক প্রসাশন-১১৫
- আর্ন্তজাতিক সম্পর্ক-১১০
- ইতিহাস-১৩৮
- দর্শন-১৬২
- আরবি-১৫২
- ফার্সি ও উর্দু-৭৫
- সংস্কৃত ও পালি-৫৫+২০
- ইসলামের ইতিহাস ও সংস্কৃত-১৬০
- ইসলামিক স্টাডিজ-১১৫
- সমাজ বিজ্ঞান-২১০
- রাষ্ট্রবিজ্ঞান – ২০৫
- নৃবিজ্ঞান-৫০
- গনযোগাযোগ ও সাংবাদিকতা-৫৮
- ভূগোল ও পরিবেশ-৬০
- মনোবিজ্ঞান-৫৫
- স্বাস্থ্য ও অর্থনীতি-৫০
- ভাষা বিজ্ঞান-৭৬
- শান্তি ও সংঘর্ষ-২৬
- বিশ্বধর্ম ও সংস্কৃত-৪০
- নাট্যকলা ও সংগীত-৩০
- শিক্ষা বি এড (সম্মান)-১৫০
- উন্নয়ন আওধ্যয়ন-৪০
- তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা-৭৫
- উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ-২০
- মোট আসন – ২৩৭২
গ ইউনিট
- ম্যানেজমেন্ট ১৮০ জন
- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ১৮০ জন
- মার্কেটিং- ১৮০ জন
- ফিন্যান্স- ১৮০ জন
- ব্যাংকিং এন্ড ইস্যুরেন্স- ১৫০ জন
- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স- ১১৫ জন
- ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট- ১১৫ জন
- ইন্টারন্যাশনাল বিজনেস- ১১৫ জন
- অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ- ৩৫ জন
- মোট আসন সংখ্যা ১২৫০
ঘ ইউনিট (বিভাগভিত্তিক আসনসংখ্যা)
- বিজ্ঞান-১০৯৭
- ব্যবসায় শিক্ষা-৪১০
- মানবিক-৫৩
চ ইউনিট
- অঙ্কন ও চিত্রায়ন – ৩০
- গ্রাফিক্স ডিজাইন – ২৫
- প্রিন্ট মেকিং – ১২
- প্রাচ্যকলা – ১৫
- মৃৎ শিল্প – ১০
- ভাস্কর্য – ১০
- কারুশিল্প – ১৫
- শিল্পকলার ইতিহাস – ১৮
- মোট আসন – ১৩৫ টি
আরো দেখুন,
স্থগিত করা হয়েছে গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষা,
করোনায় এবার বুয়েট ভর্তি পরীক্ষাও স্থগিত,
গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন পড়েছে ৩ লক্ষাধিক।
শ্যাডো নিউজ