ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর এর আটকে থাকা চূড়ান্ত পরীক্ষাসমূহ আগামী সেপ্টেম্বর থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ঢাবি ৭ কলেজের পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও স্নাতক শ্রেণিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার বিষয়ে ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সাথে ঢাবি ৭ কলেজের অধ্যক্ষদের বৈঠকে সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি এবং স্নাতক শ্রেণিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন,
করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং পুনরায় লকডাউন না হলে আগামী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সাত কলেজে সশরীরে পরীক্ষা শুরু হবে। প্রাথমিক অবস্থায় আটকে থাকা এবং স্থগিতকৃত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে অন্যান্য শিক্ষাবর্ষের রুটিনও পর্যায়ক্রমে প্রকাশিত হবে।
তিনি আরও বলেন, বৈঠকে সাত কলেজের স্নাতক শ্রেণীর তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরকে পরবর্তী শিক্ষাবর্ষে শর্তসাপেক্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্তও আমরা নিয়েছি। এসব শর্তসমূহ স্ব স্ব কলেজের বিভাগের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য খুব দ্রুততম সময়ের মধ্যে সাত কলেজের ওয়েবসাইট এবং কলেজগুলোতে পাঠানো হবে।
ঢাবি অধিভুক্ত ৭ টি কলেজের তালিকা
- ঢাকা কলেজ
- ইডেন মহিলা কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- কবি নজরুল কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- মিরপুর সরকারি বাঙলা কলেজ
- সরকারি তিতুমীর কলেজ।
২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয় । পূর্বে এই সাত টি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাত কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয়।
আরো দেখুন,
চবির স্থগিত ও অনলাইন ক্লাসের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত
১৯৯ টাকায় ৩০ জিবি ইন্টারনেট পাবে হাবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীরা
শতভাগ উপস্থিতিতে ঢাবিতে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত
বেরোবির অসমাপ্ত পরীক্ষা অনলাইনে যেভাবে হবে