শ্যাডো নিউজ:
প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ত্রিপল সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। তবে বিসিএলে ত্রিপল সেঞ্চুরির রেকর্ড এই একটিই। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়লেন এই ওপেনার।
প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে প্রথম ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন রকিবুল হাসান। ২০০৬-০৭ মৌসুমে সিলেটের বিপক্ষে ৩১৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লাঞ্চ ব্রেকের কিছুক্ষণ পরে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান তামিম।
ইনিংসটি খেলতে ৪০৭ বলে মোট ৪০টি বাউন্ডারি হাঁকিয়েছেন বাম-হাতি এই ব্যাটসম্যান। এছাড়া ব্যক্তিগত ইনিংসের ২৮৭ রানের মাথায় তিনি প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৭০০০ রান পূর্ণ করেন।
ত্রিপল সেঞ্চুরির খুব কাছে এসে আউট হয়েছেন এমন ব্যাটসম্যান আছেন চারজন।
২০১৭-১৮ মৌসুমে ত্রিপল সেঞ্চুরির খুব কাছে এসেও হার মানতে হয় নাসির হোসেনকে। ২৯৫ রানের ইনিংস খেলে বিদায় নেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
২০১২-১৩ মৌসুমে মার্শাল আইয়ুব থেমেছিলেন ২৮৯ রানে। অন্যদিকে এক মৌসুম পরেই ২৮২ রানের ইনিংস খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সব শেষ ২০১৭-১৮ মৌসুমে লিটন দাসের ব্যাট থেকে ২৭৪ রানের ইনিংস এসেছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত, পূর্বাঞ্চল ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করেছে। তামিম ইকবাল ৪২৬ বলে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলে মাঠ ছেড়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে এ রেকর্ডটি ছিল রকিবুল হাসানের(৩১৩*)।