ঐতিহ্যবাহী নটরডেম কলেজ ময়মনসিংহ শাখায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের একাডেমিক ভবনের তিন তলায় এ কর্ণার উদ্বোধন করেন ময়মনসিংহ অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর মো: আজাহারুল হক।
পরে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ডক্টর ফাদার জর্জ কমল রোজারিও,সিএসসি। এ সময় প্রভাষক মিস মনোয়ারা ইয়াসমীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ছাত্র পরিচালক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার কমিটির আহবায়ক ফাদার পঙ্কজ নকরেক,সিএসসি। এতে আরো বক্তব্য রাখেন কলেজের প্রশাসনিক সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা মি. থিওফিল হাজং, প্রভাষক সিলভিয়া ম্রি , তানিয়া আরেফিন, ফাহমিদা আলম, শিক্ষক প্রতিনিধি প্রভাষক এস.এম. আসাদুজ্জামান সম্পদ, শিক্ষার্থী প্রতিনিধি ইয়াসীন তুর্য।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান প্রসার এর উদ্দেশ্যই এ সুন্দর পদক্ষেপ গৃহীত হয়েছে।