দেশের অন্যতম ই-লার্নিং প্ল্যাটফর্ম ইংলিশ অ্যাপস উন্মোচন করল তাদের নতুন একাডেমিক প্রোডাক্ট অনলাইন একাডেমিক কোর্স। এ কোর্সটি সাজানো হয়েছে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত।
৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণির জন্য ইংরেজি, ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সকল বিষয়য়ের ওপর নির্দেশিকা তৈরি করা হয়েছে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষক প্যানেল তৈরী করা হয়েছে। সেরা, অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষকদের সমন্বয়ে তাঁরা অনলাইন কোর্সের নির্দেশিকাগুলো তৈরি করেছেন এবং শিক্ষার্থীরা নিজেদের সমস্যা সমাধানে ঘরে বসেই ক্লাস করতে পারবেন।
এ বিষয়ে কর্তৃপক্ষ জানান, একজন শিক্ষার্থী জুম অ্যাপে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস করতে পারবেন, এ ছাড়া ক্লাসের মাঝে শিক্ষককে সরাসরি প্রশ্ন করার সুযোগ এবং নিজস্ব অ্যাপে ক্লাস রেকর্ডিং, লেকচার শিট ও এক্সামের ব্যবস্থা থাকবে। এক কথায়, একটি সম্পূর্ণ একাডেমিক নির্দেশিকা। শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ইংলিশ অ্যাপস এর অ্যাপ ব্যবহার করে বাংলাদেশের সেরা এবং দক্ষ শিক্ষকদের ক্লাস করতে পারবে।

ইংলিশ অ্যাপসের প্রতিষ্ঠাতা আ.স.ম. আল আমিন বলেন, একটা সময় ছিল যখন দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা শিক্ষার্থীরা ভালো শিক্ষকের অভাবে মেধা থাকা সত্ত্বেও ভালো কিছু থেকে বঞ্চিত হতো। আমাদের ই-লার্নিং প্লাটফর্মের মাধ্যমে একজন শিক্ষার্থী দেশের যেকোনো এলাকা থেকে ঘরে বসেই দেশসেরা ইন্সট্রাক্টরের কাছে পড়ার সুযোগ পাবে। বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা কিংবা মানবিকের শিক্ষার্থীরা বিভাগীয় বিষয় নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তো এখন ইংলিশ অ্যাপসের অনলাইন কোর্সের মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে। আমাদের এই প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের যেমন পড়াশুনার প্রতি আগ্রহ সৃষ্টি করবে,পাশাপাশি তাদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতেও সাহায্য করবে।
ইংলিশ অ্যাপস একটি অনলাইন ই-লার্নিং প্লাটফর্ম যেটি ২০১৯ সালে যাত্রা শুরু করে। করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা ইংলিশ অ্যাপসে অনলাইন কোর্স করে গত বার্ষিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় তাদের সফলতা ধরে রেখেছে। একাডেমিক বিষয় ছাড়াও ইংলিশ অ্যাপস অ্যাডমিশন,স্কিল ডেভেলপমেন্ট,চাকুরি প্রস্তুতি কোর্স নিয়ে আসছে যেসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই সেরা প্রস্তুতি নিতে পারবে।