শ্যাডো নিউজঃ টি-টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল এবারের আসরটি বেশ কিছু পরিবর্তন নিয়ে আয়োজিত হতে যাচ্ছে। অন্যান্য আসর গুলো দেড় মাসের মতো চললেও এবারের আসরটি আরো দীর্ঘায়িত হতে যাচ্ছে।
প্রায় দুই মাস ধরে চলবে আসরটি। জনপ্রিয় এই টুর্নামেন্টটি শুরু হবে ২৯ মার্চ এবং শেষ হবে ২৪ মে। আসরটির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াখেড়ে স্টেডিয়ামে।
পূর্বের আসর গুলোতে দিনে দুটি করে ম্যাচ থাকলেও এবার মোট পাঁচদিন ব্যাতিত প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেদিন দুটি ম্যাচ থাকবে সেদিনের একটি শুরু হবে বিকাল চারটায় এবং দ্বিতীয়টি রাত আটটায়। দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত আটটায়। ফলে যথেষ্ট বিশ্রামের সুযোগ পাবেন প্লেয়াররা। রাত আটটায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি রাত আটটার আগে আয়োজন করার অনুরোধ করেছিলেন টুর্নামেন্ট ব্রডকাস্টাররা।
বিসিসিআই সভাপতি, সৌরভ গাঙ্গুলী সময় পরবর্তনের ব্যাপারে জানান, রাতের ম্যাচের সময়সুচিতে পরিবর্তন আসছেনা। যথারীতি রাত আটটায় ম্যাচটি শুরু হবে।
এবারের আসরটিতে প্রথমবারের মতো ‘কনকাশন সাব'(মাথায় আঘাতপ্রাপ্ত প্লেয়ারের বদলি), নো বলের জন্য থার্ড আম্পায়ারের ব্যবস্থা শুরু হচ্ছে। ম্যাচ চলাকালীন কোনো প্লেয়ার যদি চোটে পড়ে এবং খেলা না চালিয়ে যেতে পারলে ফ্রাঞ্চাইজি তার পরিবর্তে অন্য প্লেয়ার নামাতে পারবে। এছাড়াও আসরটি শুরু হওয়ার তিন দিন আগে অনুষ্ঠিত হবে ‘অলসস্টার ম্যাচটি।
উল্লেখ্য, ম্যাচটি আহমেদবাদে হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামটি এখনও অপ্রস্তত রয়েছে।