শ্যাডো নিউজঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিশ্বব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের জন্য ‘ফেসবুক শপ’ নামে নতুন একটি ফিচার চালু করেছে। একইসাথে ফেসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রামেও সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন শপ চালু করে ব্যবসা করতে পারবেন উদ্যোক্তারা।
করোনার এই অকাল পরিস্থিতে সব দেশের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এরফলে বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে অনলাইন কেনাকাটায়। এ বিষয়টি মাথায় রেখে ব্যবহারকারীদের অনলাইন-ভিত্তিক ব্যবসা পরিচালনার সুযোগ দিতে ‘ফেসবুক শপ’ ফিচার চালু করেছে ফেসবুক।
ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বুধবার তার নিজস্ব আইডি থেকে এক পোস্টের মাধ্যমে ফেসবুক শপের ঘোষণা দেন। ফেসবুক শপ ইতোমধ্যে চালু করা হয়েছে বলে তিনি জানান। কিন্তু কোন কোন দেশ বা অঞ্চলে এখন পর্যন্ত এটি কার্যকর করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
মার্ক জুকারবার্গ বলেন, “কোভিড-১৯ পরিস্থিতিতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সম্ভব হচ্ছে না। একইসঙ্গে যে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে অনেকেই চাকরি হারাচ্ছেন। এমন প্রেক্ষাপটে ব্যবসায়ীরা অনলাইন শপ এর প্রতি আগ্রহী হচ্ছেন।”
তিনি আরো জানান, “ফেসবুক শপ চালু করা খুবই সহজ এবং সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে এটি। এটি চালুর সঙ্গে সঙ্গে এটি ফেসবুক এবং ইন্সটাগ্রামে চালু হবে। আর দ্রুতই এই সুবিধা আসতে যাচ্ছে মেসেঞ্জার এবং হোয়াটস অ্যাপেও। ফেসবুকের এসব টুলস ব্যবহার করে ঘরে লিভিং রুমে বসেই পুরোদস্তুর একটি সুপার শপ চালাতে পারবেন ব্যবসায়ীরা।”
উক্ত ফিচারটি কাজে লাগিয়ে নিজেদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে অনলাইন দোকান খুলে বিভিন্ন পণ্যের তথ্য এবং ছবি প্রদর্শন করা যাবে। পণ্য পছন্দ হলে অর্থের বিনিময়ে সরাসরি দোকান থেকে পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এছাড়াও পণ্যের মান বা দাম নিয়ে আলোচনাও করতে পারবেন। দোকানদাররা চাইলে লাইভে এসে পণ্যের প্রচারণা চালানোর সুযোগ পাবেন। ফলে প্রচলিত ফেসবুক পেজ ও ই-কমার্স সাইটগুলোর চেয়ে স্বচ্ছন্দে পণ্য বিকিকিনির সুযোগ মিলবে।
খুব শীঘ্রই ফেসবুক শপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অগমেন্টেট রিয়েলিটি (এআর) প্রযুক্তি ব্যবহার করা হবে। এরফলে ফেসবুক ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বিভিন্ন শপসের পণ্য সম্ভাব্য গ্রাহকদের দেখানো যাবে।
একই সাথে গ্রাহকদের রিয়েল টাইম শপিং করার অভিজ্ঞতা দিতে চালু করা হবে লাইভ ফিচারস। ক্ষুদ্র এবং স্থানীয় উদ্যোক্তা-ব্যবসায়ীরা এ থেকে বেশ লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।