বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয়ের চারটি ক্লাবের (আর্থ ক্লাব, বায়োসায়েন্স ক্লাব, ফার্মাসিউটিক্যাল ক্লাব ও পাবলিক হেল্থ ক্লাব) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অডিটোরিয়ামে (অডি ৮০১) সকাল ১১ টায় সেমিনারটি শুরু হয়।
উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি-র বিজ্ঞানী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু। এছাড়াও প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপ উপাচার্য ড. এম ইসমাইল হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা করোনা ভাইরাসের দিকগুলো তুলে ধরেন এবং সে অনুযায়ী আমাদের করণীয় ব্যাখ্যা করেন। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, “আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে সাধারণত এ ভাইরাসটি ছড়িয়ে থাকে। করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। বাসার বাইরে এবং জনকোলাহলপূর্ণ স্থানে করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক ব্যবহার করতে হবে।”
সেমিনারে উপস্থিত সবাইকে সচেতনতামূলক লিফলেট এবং একটি করে করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক (N95) দেওয়া হয়।