নাটোর জেলা পরিষদ প্রতি বছরের ন্যায় এইবারও ২০১৯-২০২০ অর্থ বছরে এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে শুধুমাত্র ২০১৯ সালে এসএসসি এবং
এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের নিকট কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জেলা পরিষদে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করেছে।
শর্তসমূহ :
১. আবেদনকারীকে ২০১৯ সনে অনুষ্ঠিত এস,এস,সি/এইচ,এস,সি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ উত্তীর্ণ হতে হবে। অসচ্ছল,মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ৪.৫০ হলেও আবেদন করা যাবে।
২. ডাকযােগে অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অথবা জেলা পরিষদ কার্যালয়ে সরাসরি আবেদন করতে
হবে।
৩. অনলাইনে আবেদনের ক্ষেত্রে ই-মেইল ঠিকানা : ceozpnatore@gmail.com অনলাইনে আবেদন অথবা সরাসরি অথবা ডাকযােগে ০২-০২-২০২০ খ্রি: তারিখের মধ্যে এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে ২৬-০১-২০২০ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রেরণ নিশ্চিত করতে হবে।
৪. অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্র/ছাত্রীকে নাটোর জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার অনুমােদিত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
৫. আবেদনপত্রে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ/মতামত থাকতে হবে।
৬. নাটোর জেলার স্থায়ী বাসিন্দা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার সপক্ষে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৭. আবেদনপত্রের সাথে পরীক্ষার মার্কশীট-এর সত্যায়িত কপি এবং সদ্য তােলা ০১ (এক) কপি পাসপাের্ট সাইজের ছবি অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
৮. অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং এক্ষেত্রে জেলা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নাটোর জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)খন্দকার মােঃ মাহাবুবুর রহমান এর অনুমতিক্রমে গত ৩০/১২/২০১৯ ইং তারিখে শিক্ষাবৃত্তির এই বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়।
প্রয়োজনে: ফোন- ০৭৭১-৬২১২৮
নাটোর জেলা পরিষদ, নাটোর