শ্যাডো নিউজঃ করোনা ভাইরাস ইস্যুতে পুরো বিশ্ব এখনো স্তব্ধ। ক্রীড়াঙ্গনেও তার ব্যাপক প্রভাব পড়েছে। একে একে পিছিয়ে দেওয়া হয়েছে কোপা আমেরিকা, ইউরো, টোকিও অলিম্পিক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো টুর্নামেন্ট স্থগিত করার কিংবা বাতিল করার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এতদিন না আসলেও করোনা ভাইরাস মহামারির কারণে এবার নারী বিশ্বকাপ ২০২১ এর বাছাইপর্ব স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়া ২০২২ সালে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বের ডিভিশন টু স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে গত মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এ বছরের ৩-১৯ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইসিসি নারী বিশ্বকাপ ২০২১ এর বাছাইপর্ব। ১০ টি দলের মধ্য থেকে ৩ টি দলের সুযোগ পাওয়ার কথা এ টুর্নামেন্ট থেকে পরের বছরের নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ এ। স্বাগতিক শ্রীলঙ্কা সহ এ টুর্নামেন্টে খেলার কথা ছিল বাংলাদেশেরও।
আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এর ইউরোপিয়ান বাছাইপর্বের ডিভিশন টু হওয়ার কথা ছিল ডেনমার্ক এ। সেটার সম্ভাব্যসূচি ছিল ২৪ থেকে ৩০ জুলাইয়ের ভেতর।
আইসিসির ‘সম্ভাব্য ঘটনা’ নিয়ে ‘দৃঢ়’ পরিকল্পনার প্রক্রিয়ার অংশ হিসেবে সদস্য বোর্ড এবং সংশ্লিষ্ট সরকারের সঙ্গে জনস্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
আইসিসি ইভেন্টের হেড ক্রিস টেটলি বলেছেন-
“সংশ্লিষ্ট সবার নিরাপত্তার কথা ভেবেছি আমরা। এই কঠিন সময়ে অবশ্যই আমরা সবার আগে ক্রিকেটার, কোচ, অফিশিয়াল, সমর্থক এবং পুরো ক্রিকেট কমিনিউটির ভাল থাকাকে প্রাধান্য দিচ্ছি। ইভেন্ট স্থগিত করা বা আন্তর্জাতিক ক্রিকেট শুরুর করার ক্ষেত্রে আমরা দৃঢ় তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল সিদ্ধান্ত নেব। ভ্রমণের ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞা, বিশ্বজুড়ে গণস্বাস্থ্য নিয়ে ভাবনা, এবং সরকার ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শের ভিত্তিতে আমরা এ দুটি টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি করোনা ভাইরাস মহামারির কারণে।”
সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে কথা বলে এ দুটি ‘গুরুত্বপূর্ণ’ টুর্নামেন্টের জন্য নতুন সূচি খোঁজা হবে বলেও জানিয়েছেন তিনি।
এ দুটি ছাড়াও আপাতত আইসিসির পর্যবেক্ষণে আছে আরও দুটি টুর্নামেন্ট- অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এর আফ্রিকা পর্বের ডিভিশন টু এবং এশিয়া পর্বের ডিভিশন টু। প্রথমটি হওয়ার কথা তানজানিয়ায়, ৭-১৪ আগস্ট। পরেরটি হওয়ার কথা থাইল্যান্ডে ১-৯ ডিসেম্বরে।