নিটোর, আমাদের রেড হ্যাভেন। লাল দেয়াল বেষ্টিত বিশেষায়িত হাসপাতালটি আমাদের প্রানের ক্যাম্পাস। শের-এ-বাংলা নগরে প্রায় এক হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি অবস্থিত। ১৯৭২ সালে ফিজিশিয়ান আর.জে গারস্ট এবং আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাত ধরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে যাত্রা শুরু করে আরআইএইচডি ( রিহ্যাবিলিটেশন ইন্সটিটিউট এন্ড হসপিটাল ফর ডিজ্যাবেলড) নামে। পরবর্তীতে ২০০২ সালে এর নামকরণ করা হয় নিটোর ।
পোস্ট গ্রাজুয়েশন এবং আন্ডার গ্রাজুয়েশন উভয় কোর্সই পরিচালিত হয় এখানে। পোস্ট গ্রাজুয়েশনের মধ্যে এমএস (অর্থো) এবং ডি (অর্থো) আর আন্ডার গ্রাজুয়েশনের মধ্যে ফিজিওথেরাপি অন্যতম।
অর্থপেডিক ও ট্রমাটোলজি, ফিজিওথেরাপি, ফিজিক্যাল মেডিসিন, প্লাস্টিক সার্জারি, এনেস্থিসিওলজি, ট্রান্সফিউশন মেডিসিন, প্যাথোলজি, রেডিওলজি এন্ড ইমেজিং, কার্ডিওলজি নিটোরের ডিপার্টমেন্ট গুলোর মধ্যে প্রধান।
পুনর্বাসন প্রক্রিয়ার প্রধান হাতিয়ার ফিজিওথেরাপি। আর এই ফিজিওথেরাপির পথচলা নিটোর থেকেই। দেশের প্রায় ২ কোটি মানুষের ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করছে নিটোরের ফিজিওথেরাপিস্টরা। ফিজিওথেরাপি বা বিপিটি ( ব্যাচেলর অব ফিজিওথেরাপি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের অধীনস্থ। এটি একটি স্বতন্ত্র পেশা তথা চিকিৎসা পদ্ধতি।
নিটোর এর পুরাতন ভবনের নিচতলায় ১০৮ নাম্বার এবং আউটডোরের ১৪ নাম্বার রুমে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয়।
এডমিশন টেস্টের মাধ্যমে সিলেকশন করে প্রতিবছর ৪০ জন সুযোগ পান এখানে পড়ার। উভয় বোর্ড পরীক্ষায় নুন্যতম ৭ পয়েন্ট বাধ্যতামূলক। রসায়ন (৩০), পদার্থ (৩০), জীব বিজ্ঞান(৩০), ইংরেজি এবং সাধারন জ্ঞান (১০) মোট ১০০ নাম্বারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রতিবছর।
মোট ৪ বছরের একাডেমিক কোর্স শেষ করে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ গ্রহণ করতে হয়।
- প্রথম বর্ষে এনাটমি-১, ফিজিওলজি-১, কমিউনিটি মেডিসিন, বায়োকেমিস্ট্রি, থেরাপিউটিক এক্সারসাইজ-১, ইলেট্রোথেরাপি, কাইনেসিওলজি এবং সাইকোলজি।
- দ্বিতীয় বর্ষে এনাটমি-২, ফিজিওলজি-২, থেরাপিউটিক এক্সারসাইজ-২, হাইড্রোথেরাপি, প্যাথলজি, অর্থ এন্ড রিউম্যাটলজি, পেডিয়াট্রিকস, রেডিওলজি, বায়োমেকানিক্স, ফিজিওথেরাপি ইন অর্থপেডিক, ক্লিনিক্যাল প্র্যাক্টিস ইন অর্থপেডিক এবং ক্লিনিক্যাল প্রাক্টিস ইন স্পাইনাল কর্ড ইঞ্জুরি।
- তৃতীয় বর্ষে ফার্মাকোলজি-১, মাইক্রোবায়োলজি, জেনারেল সার্জারি, কার্ডিওপালমোনারি, নিউরোলজি, অর্থপেডিক মেডিসিন (মাস্কিউলোস্কেলেটাল), ফিজিওথেরাপি ইন নিউরোলজি, ফিজিথেরাপি ইন সার্জিক্যাল কন্ডিশন, ফিজিওথেরাপি ইন কার্ডিওপালমোনারি, রিসার্চ মেথডোলজি, ক্লিনিক্যাল প্রাক্টিস ইন নিউরোলজি, ক্লিনিক্যাল প্রাক্টিস ইন কার্ডিওপালমোনারি।
- চতুর্থ বর্ষে ফার্মাকোলজি-২, জেরিয়াট্রিক্স, সাইকায়ট্রি, অর্থপেডিক মেডিসিন (স্পাইন), স্পোর্টস ফিজিওথেরাপি, প্রফেশনাল ইথিক্স এন্ড ম্যানেজমেন্ট, টিচিং মেথডোলজি, রিহ্যাবিলিটেশন মেডিসিন, প্রসথেটিকস এন্ড অর্থোটিক্স, রিসার্চ প্রজেক্ট, ক্লিনিক্যাল প্রাক্টিস ইন পেডিয়াট্রিকস, ক্লিনিক্যাল প্রাক্টিস ইন মাস্কিউলোস্কেলেটাল এবং ক্লিনিক্যাল প্রাক্টিস ইন ইলেক্টিভ।
প্রশ্ন আসতে পারে, যারা এখানে পড়ছে বা পড়ে বের হবে তারা ডাক্তার লিখতে পারবে কি না। হাস্যকর হলেও সত্য বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার নামের আগের পদবী নির্ধারণ করে আপনি যোগ্য কি না। তবে হ্যা, যারা এখানে অধ্যয়ন করে বের হবেন অর্থাৎ গ্রাজুয়েশন শেষ করবেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩২২৬ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব ওকুপেশন(ইসকো) এর ২২৬৪ নং ধারা অনুযায়ী,তারা স্বাধীন প্র্যাকটিশনার। এক্ষেত্রে BMDC ACT-2010 কার্যকর হবে না।
জব সেক্টর বলতে ‘রিহ্যাবিলিটেশন কাউন্সিল’ বলে আমাদের সেক্টর প্রসারিত হচ্ছে। সমাজকল্যান মন্ত্রানালয়ের অধীনে সরকারি জবে পাশাপাশি বিভিন্ন প্রাইভেট সেক্টর, এনজিও, নিজস্বতা ধারন করে নিজের চেম্বার ইত্যাদি। এছাড়া বিসিএস এ সাধারন কোটায় সুযোগ আছে। যেখানে নিটোরিয়ানদের জয় যাত্রা অব্যাহত।
একাডেমিক কার্যক্রম ছাড়াও আমাদের শিক্ষার্থীরা এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি তেও এগিয়ে। আন্তঃব্যাচ ডিবেট কম্পিটিশন, ইনডোর গেইমস, সাংস্কৃতিক পারফরম্যান্স ছাড়াও প্রতিবছরই নিটোর প্রিমিয়ার লিগ (এনপিএল), আন্তঃব্যাচ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করে থাকে ফিজিওথেরাপির শিক্ষার্থীরা।
এছাড়াও আকর্ষণীয় নবীনবরন অনুষ্ঠান, র্যাগ ডে, কালারফেস্ট, ফেয়ারওয়েল অনুষ্ঠান, এনুয়াল প্রেজেন্টেশন সহ প্রতিবছরই নিটোর চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।
বর্তমানে ২৬তম ব্যাচ চলমান। আগামীর নবীনদের জন্য উন্মুক্ত নিটোরের দরজা। নবীনদের পদচারণায় মুখরিত হোক নিটোর ।
লেখক
রাশেদ পাভেল (২৫ তম ব্যাচ)
নিটোরে ফিজিওথেরাপি প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ৪ জুন
২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
*বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা বোর্ড অথবা দেশের বাইরে যেকোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ পয়েন্ট থাকতে হবে। এ ছাড়া আলাদাভাবে ন্যূনতম ৩.৫ পয়েন্ট থাকতে হবে।
*ক্ষুদ্র জাতিগোষ্ঠির প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭ পয়েন্ট এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।
*২০১৭ সালের পূর্বে এসএসসি এবং ২০১৯ সালের পূর্বে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা http://nitorbd.bigmsoft.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনের সময়সীমা
বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের আবেদন শুরু ১৭ এপ্রিল থেকে। আবেদনের শেষ সময় আগামী ১৭ মে (রাত ১২টা) পর্যন্ত।
আবেদন ফি: ১০০০ টাকা
প্রবেশপত্র সংগ্রহ: ২৯ মে থেকে ৩ জুন ২০২১ তারিখের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষা: ৪ জুন (শুক্রবার), ২০২১ সকাল ১০টায়।
পরীক্ষার সময়: ১ ঘণ্টা
ভর্তি পরীক্ষার স্থান: বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ), আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। যার মধ্যে পদার্থবিজ্ঞানে ৩০ নম্বর, রসায়নে ৩০ নম্বর, জীববিজ্ঞানে ৩০ এবং ইংরেজি ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
নিটোর এ মেধাতালিকা কীভাবে
এ ছাড়া প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ৮ এবং এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ১২ গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রাপ্ত নম্বর সমান হলে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
আসনসংখ্যা: ৪০টি। এর মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য ১টি আসন এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২টি আসন সংরক্ষিত থাকবে।
*বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটোলজি এন্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর)