নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ- উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.মোহাম্মদ আব্দুল বাকী আগামী ৪ বছর নোবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ বুধবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রাণলয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ নুর- ই -আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য নিয়োগের তথ্যটি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে,
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১২ ( ১ ) অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীকে শর্তাসাপেক্ষ বিশ্ববিদ্যালয়ের উপ – উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে,
নবনিযুক্ত উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী তার যোগদানের তারিখ থেকে পরর্বতী ৪ বছরের জন্য নোবিপ্রবির উপ- উপাচার্যের দায়িত্ব পালন করবেন। উপ- উপাচার্য পদে দায়িত্বপালনের জন্য তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। তিনি উপ- উপাচার্য পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোন সময়ে এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড.বাকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয় থেকে একুয়াকালচার বিষয়ে মাস্টার্স করেন। পরবর্তীতে তিনি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
ড. মোহাম্মদ আব্দুল বাকী ড. মোহাম্মদ আব্দুল বাকী বর্তমান কর্মস্থল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনুষাঙ্গিক প্রশাসনিক কাজ সম্পন্ন করে খুব শীঘ্রই নোবিপ্রবির উপ-উপাচার্য পদে যোগদান করবেন বলে জানিয়েছেন।
দক্ষিণবঙ্গের অন্যতম জেলা নোয়াখালীতে অবস্থিত ১০১ একরের এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বিগত ২০০৬ সালে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৬ টি অনুষদ ও দুইটি ইন্সটিটিউটে মোট ৩১ টি বিভাগে পড়াশোনা করছে শিক্ষার্থীরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫ টি আবাসিক হল। এটি বাংলাদেশের ২৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৫ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আরো দেখুন,
ইবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান,
হাবিপ্রবি নতুন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান,
শাবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।