শ্যাডো নিউজঃ গুগলের জনপ্রিয় সব অ্যাপগুলোর মধ্যে অন্যতম হলো গুগল ম্যাপস।জনপ্রিয় অ্যাপটি আর দুদিন পরেই ১৫ বছরে পা রাখবে।এ উপলক্ষে পরিবর্তন হতে যাচ্ছে অ্যাপটির আইকন। অ্যাপটির নতুন আইকনে একটি পিনের ছবি দেখা যাবে। এর সাথে অ্যাপটির ইউজার ইন্টারফেসও পরিবর্তন করা হচ্ছে।
জনপ্রিয় এই অ্যাপটিতে থাকা এস্কপ্লোর ও কমিউট ট্যাবগুলোতে পরিবর্তন আসবে বলে জানা গেছে। অ্যাপটিতে সেভড, কন্ট্রিবিউট ও আপডেটস নামের তিনটি নতুন ট্যাব যুক্ত হবে।
এছাড়াও ব্যাবহারকারিদের সুবিধার্থে বাসে বা ট্রেনের তাপমাত্রা কতো, অ্যানিমেল গাইডসহ এআরভিত্তিক থ্রিডি ভিজুয়াল ডাইরেকশন ফিচারগুলো অ্যাড করতে যাচ্ছে গুগল ম্যাপস। থ্রিডি ভিজ্যুয়াল ডাইরেকশন ফিচারটিতে ব্যবহারকারী তার গন্তব্য নির্দিষ্ট করে দিলে একটি কুকুর ডানে-বামে বা সোজা গিয়ে পথ দেখাতে সাহায্য করবে। ২০১৮ সালের মে মাসে অ্যানিমেল গাইড নামক ফিচারটি যুক্ত করার ঘোষণা দিয়েছিলো।
উল্লেখ্য, গুগল ম্যাপস তার যাত্রা শুরু করেছিলো ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি। আর সে হিসেবে আর একদিন পরেই ১৫ বছরে পা রাখবে জনপ্রিয় এই অ্যাপটি।