পাখিটির নাম গ্রেসিয়া। গ্রেসিয়া নামে টুক্যান পাখিটির ভাঙা ঠোঁট নিয়ে জায়গা হয় কোস্টারিকার একটি আশ্রয়কেন্দ্রে। এমন অবস্থায় গিয়েছিল যে সে পানি খেতে পারছিল না। আর তা দেখেই এগিয়ে আসেন পশু বিশেষজ্ঞ রোনাল্ড সিবাজা।
এটি কৃত্রিম ঠোঁটযুক্ত প্রথম টুক্যান পাখি। ২০১৫ সালে কোস্টারিকার একটি উদ্ধারকেন্দ্রে প্রথম তাকে নিয়ে আসা হয় ঠোঁটভাঙ্গা মারাত্মক আহত অবস্থায়।
পাখিটির উদ্ধারকারী এ সম্পর্কে বলেন, “আমি তাকে যখন দেখি সে তখন তার ভাঙ্গা ঠোঁট দিয়ে কিছু তোলার চেষ্টা করছিলো। তাকে দেখে খুব তৃষ্ণার্ত মনে হচ্ছিলো। আমি তাকে পানি এনে দিলে সে তা পান করার চেষ্টা করছিলো। তাকে দেখে আমার কষ্ট হচ্ছিলো। আমরা কেনো তাকে ভালোভাবে বাঁচার সুযোগ দিবোনা?”
গ্রেসিয়ার জন্য চিকিৎসকরা প্রথমবারের মতো একটি কৃত্রিম ঠোঁট বানান। তারা একটি থ্রিডি প্রিণ্টিং কোম্পানির সাথে যোগাযোগ করে এটি তৈরী করে নেন।
গ্রেসিয়ার এই কাহিনি কোস্টারিকাকে নাড়া দিয়েছে। সেদেশের মানুষজন রাস্তায় বিক্ষোভ করেছেন এবং সরকার বন্য পশুপাখি রক্ষায় নতুন আইন জারী করেছে।
Admission Assistant অ্যাপ আয়োজিত অধ্যায়ভিত্তিক ফ্রি মডেলটেস্ট দিয়ে দেখে নাও দেশব্যাপি বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের মাঝে তোমার র্যাংকিং কত? প্রতিদিনের পরীক্ষায় সর্বোচ্চ স্কোর অর্জনকারী ৫জনের জন্য থাকছে আমাদের যেকোন কোর্সে ২৫% ডিস্কাউন্ট।
ফ্রি মডেল পরীক্ষায় অংশ নিতে এখনি ডাউনলোড/আপডেট করো Admission Assistant অ্যাপ