বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। যার প্রভাবে থমকে গেছে পুরো ক্রীড়াবিশ্ব। সব মানুষের মতোই খেলোয়াড়েরা নিজেদের রেখেছেন ঘরবন্দী করে। এরই মধ্যে গত ২১ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা ও তাঁর প্রেমিকা ওরিয়ানা সাবাতিনিও। এখন দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন দিবালা।
জুভেন্টাসের এক টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সুস্থতার কথা জানান দিবালা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকটা দিন বেশ কঠিন সময় কেটেছে তাঁর। বিশ্বজোড়া ভক্তকূলকে আশ্বস্ত করে জানিয়েছেন, এখন তিনি অনেকটাই সুস্থ আর শিগগিরই অনুশীলনে নামার আশা করছেন।
প্রায় দু’সপ্তাহ আগে দিবালা টুইট করে জানিয়েছিলেন মারণ ভাইরাসের কবলে পড়েছেন তিনি। প্রথমে শরীরে কোনও উপসর্গ ধরা না পড়লেও ইউরোপে করোনার সংক্রমণ বাড়তে থাকা কারণে সেলফ আইসোলেশনে চলে গিয়েছিলেন দিবালা। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা পরীক্ষাও করান। সেখানেই জানা যায়, করোনায় আক্রান্ত তিনি। কিন্তু অগ্রীম সচেতন হওয়াতেই করোনাকে গোল দিয়ে মাত করতে পেরেছেন ২৬ বছরের এই আর্জেন্টাইন ফুটবলার।

দিবালা বলেছেন, ‘এখন আমি ভালো বোধ করছি। বিশেষ করে আগের চেয়ে অনেক ভালো। আমার শরীরে খুব ভয়ংকর লক্ষণ দেখা দিয়েছিল। বিশেষ করে দুটি দিন তো খুব কঠিন সময় গেছে। আজ অনেকটাই ভালো লাগছে। আর কোনো লক্ষণও টের পাচ্ছি না। আগের চেয়ে অনেক ভালোভাবে নড়াচড়া করতে পারছি। আশা করছি শিগগিরই অনুশীলনে নামার চেষ্টা করতে পারব।’
করোনায় আক্রান্তের সেই দিনগুলো স্মরণ করে দিবালা বলেছেন, “সময়টা খুব অস্বস্তিতে কেটেছে। কোনও কাজ করতে গেলেই শ্বাস নিতে কষ্ট হতো। অল্পতেই হাঁপিয়ে উঠতাম আর শরীরে তীব্র ব্যথা করত।”
দানিয়েলে রুগানি ও ব্লেইস মাতুইদি’র পর জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনা ভাইরাসের শিকার দিবালা। করোনার আক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ফেরায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন দিবালা।
করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব জায়গায় সব ধরনের খেলাধুলা আপাতত বন্ধ আছে। করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন ইতালি। এমন অবস্থায় গত ৯ মার্চ থেকে বন্ধ আছে ইতালিয়ান পেশাদার ফুটবল লিগ সিরি আ।