ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার পিছাতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সেই সাথে স্থগিত করা হয়েছে প্রবেশপত্র দেয়ার তারিখও। সোমবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ঘুরে এই তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জুলাই থেকে প্রবেশপত্র দেয়ার কথা ছিল এবং ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে তা আর সম্ভব হচ্ছে না। ফলে ভর্তি পরীক্ষা এই মুহুর্তে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঠিক কবে নাগাদ ভর্তি পরীক্ষা হবে এটা জানা না গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি পরে বিজ্ঞপ্তি আকারে এবং ওয়েবসাইটে জানিয়ে দিবে বলে জানিয়েছে।
প্রসঙ্গত, করোনার সামগ্রিক পরিস্থিতি খারাপ হওয়ায় ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পিছিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর থেকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে।