প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৩৯তম ব্যাচের চার শিক্ষার্থী। তারা হলেন ইয়ার্ন ইন্জিনিয়ারিং বিভাগের তনিমা রহমান তন্নি,ওয়েট প্রসেসিং ইন্জিনিয়ারিং বিভাগের সোলায়মান বিন আলি, এপারেল ইন্জিনিয়ারিং বিভাগের সাজিদ এলাহী,টেক্সটাইল ইন্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়েশা সিদ্দিকা ইমু।
তারা সবাই বর্তমানে বুটেক্সের শিক্ষক হিসেবে আছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭২ জন শিক্ষার্থীকে এই পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন,উপস্হিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও ইউজিসি প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।