“প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮” এর জন্য মনোনীত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর (বেরোবি) ছয়টি অনুষদের ছয়জন শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।
মনোনীত শিক্ষার্থীরা হলেন:—
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেক্টিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সোয়াইব হাসান (সিজিপিএ ৩.৬৯),
বিজনেস স্টাডিজ অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোছা. সোহানা ইয়াসমিন (সিজিপিএ ৩.৮৬),
বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের হাবিবা আক্তার (সিজিপিএ ৩.৮৮),
কলা অনুষদের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের লিমা আক্তার (সিজিপিএ ৩.৫৭),
সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের তানজিলা আক্তার (সিজিপিএ ৩.৮৩) এবং
জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মোছা. সুমনা আক্তার (সিজিপিএ ৩.৮৭)।
২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য দেশব্যপি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। যেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর (বেরোবি) ছয়জনকে মনোনীত করা হয়েছে। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্রতিবছরের মতো ২০১৮ সালের অনুষদভিত্তিক সেরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য দরখাস্ত আহবানের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের সেরা ফলাফল ধারীদের একটি তালিকা ইউজিসিতে পাঠানো হয়। এরমধ্যে ছয়জনকে মনোনয়ন দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে “বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ যে, “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” পাছেন দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী। ২০১৮ সালে প্রকাশিত ফলের ওপর ভিত্তি করে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পদকের জন্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।ইউজিসির তথ্য অনুযায়ী, স্বর্ণপদক পাওয়া ওই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন, বুয়েট থেকে ৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে ৮ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৬ জন, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৮ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৭ জন, বুটেক্স থেকে ৪ জন, রুয়েট থেকে ৩ জন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থীর নাম রয়েছে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর নাম।