ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ ফুয়াদ হাসান Google-এ Account Strategist পদে জয়েন করেছেন।
তিনি ২০১৬ সালে ব্র্যাক বিজনেস স্কুল থেকে BBA সম্পন্ন করেছেন। তারপর তাঁর ক্যারিয়ারে পরিধান করেছেন একের পর এক সাফল্যের মুকুট। ইতঃপূর্বে তিনি Mindshare Bangladesh-এ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ADA (Concern of Axiata Group)-এ Head of Ad Operations for Bangladesh & Nepal, হিসেবে তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন।
জানামতে, ফুয়াদ বাংলাদেশের সর্বপ্রথম ব্যক্তি, যিনি Google Digital Guru Black Belt Award পেয়েছেন। তিনি বাংলাদেশের অন্যতম Facebook Blueprint Certified প্রোফেশনাল।
তাঁর অনন্য আরও একটি পরিচয় হলো, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতে তাদের আরও উন্নত ট্রেইনিং ও ডেভেলপমেন্টের জন্য চিন্তা করছেন।
ব্র্যাকের প্রাক্তন শিক্ষার্থী ফুয়াদ হাসান এর কাজের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম সেরা কিছু মার্কেটিং ক্যাম্পেইন – গ্রামীণফোনের “স্বপ্ন যাবে বাড়ি”, “গ্রামীণফোন বায়োস্কোপ লঞ্চ”, “গ্রামীণফোন ফোর-জি ক্যাম্পেইন”, “রবি এমএনপি” ইত্যাদি ছাড়াও দেশি টেলকো গুলোর বিগত ৬-৭ বছরের অন্যতম জনপ্রিয় কাজগুলো!
আরো পড়ুন,
লাইফ সাপোর্ট থেকে মুক্তি পেলেন ক্রিস কেয়ার্নস
যেভাবে ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা টিকা পাবেন